অনেকেই বলেন, বছরের প্রতিটি দিনই ‘মা দিবস’। কিন্তু বিশেষ এ দিনে মায়েদের জন্য ভালোবাসা প্রকাশের সুযোগ কে-ই বা হাতছাড়া করতে চায়? বলিউডের অনেক তারকাই আছেন, যাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘মা’। কেউ মায়ের মতো জীবনসঙ্গী খুঁজেছেন, কেউ আবার সম্পর্ক ভেঙেছেন শুধু মায়ের মন রাখতে। চলুন জেনে নিই এমন কয়েকজন বলিউড তারকার গল্প—
সালমান খান: মায়ের আদর্শেই জীবনযাপন
৬০ ছুঁই ছুঁই বয়সেও অবিবাহিত সালমান খান বারবার প্রেমে পড়লেও কখনোই গাঁটছড়া বাঁধেননি। অনেকের মতে, তার জীবনে যে নারীরা এসেছেন, তাদের মধ্যে মায়ের ছায়া খুঁজতেন সালমান। মা সালমা খানের প্রতি অতিরিক্ত টানই নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে তার দাম্পত্য জীবনে।
রণবীর কাপুর: মায়ের মত পছন্দই চূড়ান্ত
রণবীরের প্রেমের তালিকায় দীপিকা, ক্যাটরিনা, সোনম থেকে নার্গিস—অনেকেই ছিলেন। কিন্তু মা নীতু কাপুরের মত না হওয়ায় বেশিরভাগ সম্পর্কই টেকেনি। ক্যাটরিনার সঙ্গে বিয়ের গুঞ্জনও শেষ পর্যন্ত ভেস্তে যায়। তবে আলিয়া ভাটকে শুরু থেকেই পছন্দ ছিল নীতুর। তাই মা রাজি বলেই নাকি এবার বিয়ে করেছেন রণবীর।
করণ জোহর: মায়ের ছায়ায় সাহসী সিদ্ধান্ত
সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়া করণ জোহরের জীবনের প্রতিটি সিদ্ধান্তেই রয়েছে তার মা হিরু জোহরের অবদান। শৈশব হোক বা প্রযোজনা জীবনের বড় সিদ্ধান্ত—সবখানেই মায়ের ছায়া।
অভিষেক বচ্চন: মায়ের পক্ষেই সবসময়
জয়া বচ্চনের ছেলে অভিষেক বরাবরই মায়ের প্রিয়। এমনকি সংসারে টানাপোড়েন চললেও শোনা গেছে, স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সমস্যায় তিনি মায়ের পক্ষেই দাঁড়িয়েছিলেন। ছোটবেলা থেকেই মায়ের ‘নয়নের মণি’ বলেই পরিচিত ছিলেন তিনি।
এসএস/টিএ