‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে। চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
 
তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গতকাল বিকেল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনার অবসান হয়েছে। ফলে সিরিজ নিয়ে নতুন করে আশাবাদী বিসিবি।

এই সিরিজ নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তারা প্রস্তুত। আজ রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘দেখুন এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুইটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে সিরিজটা হবে কী হবে না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া আছে, বিশ্বকাপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে।'
 
'এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল এখানে আমরা কী করতে পারি কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’-যোগ করেন তিনি।

শেষ কয়েকদিনের অনুশীলন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’
 
‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’-যোগ করেন তিনি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্পের বক্তব্যটি ভুয়া- ফ্যাক্টওয়াচ May 12, 2025
img
অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি May 12, 2025
img
বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নিতে আগ্রহী নর্থ মেসিডোনিয়া May 12, 2025
img
পিলখানা বিদ্রোহ: ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর May 12, 2025
img
প্রিন্স মামুনের সাথে সেদিন কী ঘটেছিল, খুলে বললেন লায়লা May 12, 2025
img
বিরাট কোহলির অবসরে সুযোগ পেতে পারেন আরেক ভারতীয় তারকা May 12, 2025
img
যানজট এড়াতে সড়ক অবরোধ না করার অনুরোধ ডিএমপির May 12, 2025
img
দেশের রাজনৈতিক ভূদৃশ্য নিয়ে প্রেস সচিবের ব্যক্তিগত পর্যবেক্ষণ May 12, 2025
img
‘সানাম তেরি কাসাম’-এর সিক্যুয়াল থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী May 12, 2025
img
গাজায় যুদ্ধবিরতির দাবিতে বেলজিয়ামে হাজারো মানুষের বিক্ষোভ May 12, 2025