জয়পুরহাটে পুলিশের এসআইয়ের হাত ও পায়ে ছুরিকাঘাত

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবীরের (২৯) বাম হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এসআই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এক তালাকপ্রাপ্ত নারী তার বাচ্চাকে নিতে চায়। তার স্বামীও বাচ্চা দিতে চায়। ওই নারী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে তার স্বামী আটকে দেয়।

বাড়ি থেকে চলে যাওয়ার সময় টাকা-পয়সা নিয়ে গেছে বলে আটকে রাখা হয়। পরে ৯৯৯ কল করে ঘটনাটি জানানো হয়। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল।

তিনি বলেন, আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আবার এসআই আলমগীর কবীর সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করেন। কিন্তু যে ছেলে আঘাত করেছে সে ওই ঘটনার কেউ না। কিন্তু তাদের পরিচিত ছিল। এ ঘটনায় এসআইয়ের সাথে ওই ছেলের কথা কাটাকাটি হয়। পরে যেহেতু স্বামী-স্ত্রীর বিষয় সেজন্য ওই ছেলেকে সরিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এটি ওই ছেলে মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে চুল কাটার কাঁচি দিয়ে খোঁচা মারে। এতে হাতে ও পায়ে এইআই আলমগীর আঘাত পান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কাজী ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ডান পায়ের হাঁটুর উপরে ছুরিকাঘাতের মতো রয়েছে এবং বাম হাতে ছোট ছোট আঘাত রয়েছে। তার চিকিৎসা সঠিক সময়ে করা হয়েছে। তিনি ভালো আছেন।

এসএম

Share this news on: