বিশ্ব মা দিবসে 'সুপার মম' : সন্তানকে কোলে নিয়ে হোয়াইট হাউজে দায়িত্ব পালন করলেন সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি

গতকাল (১১ মে) ছিল বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই পালিত হয়।

মা দিবসের ঠিক আগে, গত বৃহস্পতিবার থেকে আমেরিকার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে, লেভিট তার ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছেন এবং একইসাথে তার নয় মাস বয়সী সন্তান নিকোলাস রবার্ট রিচিওকে (ডাকনাম নিকো) নিজের কোলে রেখে খাওয়াচ্ছেন।

ছবিটি তুলেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন এবং পোস্ট করেছেন তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে, ‘সুপার মম!’ ক্যাপশনে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি লেভিটের এই দুই দায়িত্ব একসাথে পালন করার দক্ষতায় মুগ্ধ হন মার্টিন। তিনি আপলোড করার পর থেকেই ছবিটি ভাইরাল হতে শুরু করে। ব্যস্ততার মাঝেও সন্তানকে আগলে রেখে মায়ের দায়িত্ব পালনে লেভিটের প্রশংসায় মুখোর হয়েছেন নেটিজেনরা।

২৭ বছর বয়সী লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি। তার স্বামী ৫৯ বছর বয়সী সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচিও। তারা বিয়ে করেন এবছরের জানুয়ারিতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে। তাদের বাগদান হয় ২০২৩ সালের বড়দিনের ছুটিতে, ছেলে নিকো জন্মগ্রহণ করে ১০ জুলাই, ২০২৪ সালে।

দ্য সান-এর খবরে বলা হয়েছে, সদ্য মা হওয়ার পর কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন লেভিট। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লেভিট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সন্তানের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন: ‘হোয়াইট হাউজে কাজ, সন্তানের ঘুমের রুটিন, তারপর রাত ৯টায় @seanhannity।’

এসএম

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর May 13, 2025
img
ধর্ম অবমাননার অভিযোগে কংগ্রেসসহ রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা May 13, 2025
img
ভারতের হামলায় ১১ সেনাসহ প্রাণ গেল ৫১ জনের May 13, 2025
img
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল May 13, 2025
img
সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস May 13, 2025
img
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে May 13, 2025
img
১১ বার প্রত্যাখ্যানের পর সানি লিওনের কোলে নিশার আশ্রয় May 13, 2025
img
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম : প্রধান বিচারপতি May 13, 2025
img
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আবার আগামীকাল May 13, 2025
img
Dance of The Hillary ভাইরাস থেকে বাঁচবেন যেভাবে May 13, 2025