বাংলাদেশের অন্তর্বর্তী সময়ে চীন অবদান রাখতে পারে: চীনা রাষ্ট্রদূত
মোজো ডেস্ক 07:52AM, May 12, 2025
বাংলাদেশের অন্তর্বর্তী সময়ে চীন অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার ( ১১ মে ) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে 'সি চিন পিং; দেশ প্রশাসন' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত জানান, অভিন্ন ভবিষ্যৎ গঠনে ঢাকার সঙ্গে কাজ করতে চায় বেইজিং।
ইয়াও ওয়েন বলেন, ‘রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমি আশা করি চীনা আধুনিকায়ন বাংলাদেশ এবং অন্যান্য গ্লোবাল সাউথের দেশগুলির জন্য কিছু ‘রেফারেন্স’ হতে পারে। বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা এবং অন্তর্ভুক্তির নীতির উপর নির্মিত চীনের প্রতিবেশী কূটনীতি। এ বইটি মোট ৪২ ভাষায় অনুবাদ হয়েছে। বাংলাদেশিরা পড়লে চীন সম্পর্কে জানতে পারবে।’
এ সময় সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান জানান, ঢাকায় চীনা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা ও অপেরা শো চালুর বিষয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে, ঢাকা বেইজিং সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।