টানা সংঘাতের পর কাশ্মীর সীমান্তে কাটল প্রথম শান্ত রাত

টানা কয়েকদিনের সংঘাত, গোলাগুলি ও উত্তেজনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) রোববার (১১ মে) রাতটি ছিল একদম শান্ত— রোববার (১২ মে) সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

তারা এটিকে “সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্ত রাত” হিসেবে উল্লেখ করেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, জম্মু-কাশ্মিরের পহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়।

তবে গত সপ্তাহে টানা চারদিন ধরে উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলে। আর শনিবার সন্ধ্যায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্রিএনডিটিভি-কে জানিয়েছে, “জম্মু-কাম্মির ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে (গতকাল) রাতটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনো গুলির ঘটনা ঘটেনি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এটিই প্রথম শান্ত রাত।”

এর আগে টানা কয়েকদিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তান একমত হয়—স্থল, আকাশ ও পানিপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। সিদ্ধান্তটি শনিবার বিকেল ৫টা থেকে কার্যকর হয়। তবে এর কয়েক ঘণ্টা পরই জম্মু-কাশ্মিরের শ্রীনগরসহ বিভিন্ন স্থানে এবং গুজরাটে ড্রোন দেখা যায় বলে অভিযোগ করে ভারত।

পরে শনিবার রাত ১১টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “যে সমঝোতায় সন্ধ্যায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মহাপরিচালকেরা, তা ‘বারবার লঙ্ঘন করেছে’ পাকিস্তান। এটি অত্যন্ত গুরুতর ঘটনা। ভারতীয় সশস্ত্র বাহিনী এর ‘যথাযথ ও উপযুক্ত’ জবাব দিচ্ছে।”

অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে। একইসঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের কলম বিরতি অব্যাহত May 15, 2025
img
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুর্দশার কথা শুনলেন আসিফ নজরুল May 15, 2025
img
গ্র্যান্ডমাস্টারকে রুখেও জিএম নর্ম হাতছাড়া নীড়ের May 15, 2025
img
যা জানা গেল উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে May 15, 2025
img
সাবধান ইন্টেরিম: উমামা ফাতেমা May 15, 2025
img
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা May 15, 2025
img
দামি গাড়ি কেনার টাকা কোথায় পেলেন, প্রশ্নের মুখে অনন্যা May 15, 2025
img
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার May 15, 2025
img
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল : অধ্যাপক রইসউদ্দীন May 15, 2025
img
শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইমরান খান May 15, 2025