ভাইরাল বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন রিশাদ

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন। কয়েক ম্যাচে তিনি ঝলকও দেখিয়েছেন। কিন্তু পাকিস্তান থেকে তিনি ও আরেক টাইগার পেসার নাহিদ রানার ফেরাটা সুখকর হয়নি। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে তারা দেশে ফেরেন আগেভাগেই। কঠিন সেই সময়ে আতঙ্কগ্রস্ত একাধিক বিদেশি ক্রিকেটারের অভিজ্ঞতা জানিয়েছিলেন রিশাদ। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন।

গতকাল (শনিবার) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে একটি বিবৃতি দিয়েছেন রিশাদ। যেখানে তিনি কয়েকজন বিদেশি ক্রিকেটারের কাছে ক্ষমা চাওয়ার কথা জানান। একইসঙ্গে তার মন্তব্য সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার হয়েছে বলেও অভিযোগ তোলেন এই টাইগার লেগস্পিনার
এর আগে পিএসএল স্থগিত ঘোষণার পর পাকিস্তান থেকে আসার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’ ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওেই সময় তাকে সামলাতে দু-তিনজন লোক লেগেছিল।’

বিদেশি সতীর্থদের নিয়ে রিশাদের এসব মন্তব্য বিশেষ করে লুফে নেয় ভারতীয় সংবাদমাধ্যম। এরপর আরও দেশি-বিদেশি গণমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। কিন্তু সেখানে বাড়িয়ে বলায় বিভ্রান্তি তৈরি হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছেন রিশাদ, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে।’

সাক্ষাৎকারে উল্লেখিত সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি।’

প্রসঙ্গত, সপ্তাহখানেক সময় ধরে চলছিল ভারত-পাকিস্তানের সামরিক সংঘাত। এরই মাঝে গত ৮ মে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন বিস্ফোরণ হয়। ফলে তাৎক্ষণিকভাবেই স্থগিত হয়ে যায় সেদিনের পূর্বনির্ধারিত পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পরদিন স্থগিত করা হয় আসরের বাকি ৮ ম্যাচও। নিরাপত্তা শঙ্কা তৈরি হয় বিদেশি ক্রিকেটারদের। যদিও তাৎক্ষণিকভাবে তাদের দুবাই হয়ে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি দিলে পুনরায় টুর্নামেন্টটি চালুর তোড়জোড় চলছে।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের কলম বিরতি অব্যাহত May 15, 2025
img
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুর্দশার কথা শুনলেন আসিফ নজরুল May 15, 2025
img
গ্র্যান্ডমাস্টারকে রুখেও জিএম নর্ম হাতছাড়া নীড়ের May 15, 2025
img
যা জানা গেল উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে May 15, 2025
img
সাবধান ইন্টেরিম: উমামা ফাতেমা May 15, 2025
img
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শেখ হাসিনার ভাই-ভাবিসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা May 15, 2025
img
দামি গাড়ি কেনার টাকা কোথায় পেলেন, প্রশ্নের মুখে অনন্যা May 15, 2025
img
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার May 15, 2025
img
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল : অধ্যাপক রইসউদ্দীন May 15, 2025
img
শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইমরান খান May 15, 2025