মা দিবসে শাশুড়ি মায়ের ছবি শেয়ার দিয়ে যা বললেন বুবলী

সারা বিশ্বে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। সেই মোতাবেক গতকাল ছিল বিশ্ব মা দিবস। সারা বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের দিন। যদিও মাকে ভালোবাসা কিংবা শ্রদ্ধা জানানোর নির্দিষ্ট কোনো দিনক্ষণ থাকতে পারে না কিংবা দিবসের প্রয়োজন হয় না।

যুক্তরাষ্ট্রে মা দিবস পালন শুরু হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি নানা আয়োজনে পালন করা হয়। বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশ করে থাকেন। ঠিক তেমনই মা দিবসে বিনোদন জগতের তারকারাও এর ব্যতিক্রম নয়।

বিশেষ এই দিনে মা এবং শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুভেচ্ছাবার্তা ও অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গতকাল মা দিবসে সামাজিক মাধ্যম ফেসবুকে মা এবং শাশুড়ি মায়ের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। তিনি দুজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। একজন তার গর্ভধারিণী মা। অন্যজন শাকিব খানের মা— শাশুড়ি মা।

সেই স্ট্যাটাসে শবনম বুবলী লিখেছেন—আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

অভিনেত্রীর সেই স্ট্যাটাসে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক নেটিজেন লিখেছেন—শাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটি করেছেন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন—শাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। ২০২০ সালের মার্চে পুত্রসন্তানের মা হন বুবলী। সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে এ দম্পতির। একপর্যায়ে বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করে বলেন, শবনম বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলী বলেন, আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এ তারকা জুটি। বুবলীকে একাধিকবার শাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনো শাকিবকেই নিজের স্বামী বলে দাবি করেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস May 13, 2025
img
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য সমঝোতায় চাঙা শেয়ার বাজার May 13, 2025
img
একাধিক অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরকে দুদকে তলব May 13, 2025
img
চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে শিক্ষার্থীকে হত্যা May 13, 2025
img
ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা আজ May 13, 2025
img
উচ্চশিক্ষায় ১৫% ভ্যাট প্রত্যাহারের আহ্বান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর May 13, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল May 13, 2025
img
মিষ্টিতে মশা-মাছি-তেলাপোকা পাওয়ায় জরিমানা ৪০ হাজার May 13, 2025
সূর্য উঠলে পরিষ্কার হবে, আ.লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি May 13, 2025
img
১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল May 13, 2025