পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।
সৌদি আরবের স্থানীয় সময রোববার রাত ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রবিবার পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ৫৭০ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৪ হাজার ৬ জন। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৯৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৮ হাজার ৮৫০ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১২ হাজার ৯৬২ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬ হাজার ৭৫৮ জন। হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ২১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।
বুলেটিন থেকে জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত ছয় জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় তিনজন মারা গেছেন। সবশেষ শনিবার মোহাম্মদ বয়েজ উদ্দিন (৭২) নামে একজন মারা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি নীলফামারী সদর উপজেলায়।
অপরদিকে বাংলাদেশ থেকে আগত সরকারি মাধ্যমের দশম এবং ১১তম ফ্লাইটের ৮২৯ জন হজযাত্রী মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে রোববার সকাল ৭টায় রওনা হয়ে নিরাপদে মদিনা থেকে মক্কা এসে পৌঁছেছেন। এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আরএম/এসএন