ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্পের বক্তব্যটি ভুয়া- ফ্যাক্টওয়াচ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূসের প্রশংসা করেছেন এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি ড. ইউনূসের প্রশংসা করেছেন। এছাড়াও ট্রাম্পের বক্তব্য দাবিতে উল্লেখ করা হয়েছে যে, ‘ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক’। ট্রাম্প আরো বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।’

তবে ভিডিওটি আসল নয়; মূল ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, রিভার্স ইমেজ সার্চ করে ফক্স নিউজ এর এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেখান থেকে জানা যায় চলতি বছর ৩০ এপ্রিল ট্রাম্পের মন্ত্রীসভার বৈঠকে অংশগ্রহণ করার ভিডিও এটি। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওটির বেশ কিছু মিল পাওয়া যায়।
পরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে এই প্রেস ব্রিফিংয়ের সম্পূর্ণ ভিডিও এবং ট্রান্সক্রিপ্ট পায় ফ্যাক্টওয়াচ টিম। সেগুলো পর্যালোচনা করে মূল ভিডিওতে ড. ইউনূস সম্পর্কে কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প সেখানে মূলত সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন, অর্থনীতি ও বাণিজ্যসহ নানা বিষয়ে কথা বলেছিলেন।

ফ্যাক্টওয়াচ আরো জানায়, মূল ভিডিওতে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওটি ভিন্ন।

তাই ফেসবুক এসব পোস্টের ভিডিও থেকে অডিওটি ডাউনলোড করা হয়। পরবর্তীতে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে অডিওটি যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে অডিওটি বিশ্লেষণ করে জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মূল ভিডিওর অডিও সরিয়ে দিয়ে এআই দিয়ে তৈরি অডিও যুক্ত করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে। সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশজুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের May 12, 2025
বাংলাদেশীদের প্রশাসনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে May 12, 2025
ভোগান্তি ছাড়াই ১৬ টি জেলার মানুষ চলবে যে সড়কে May 12, 2025
img
আবশেষে আনচেলত্তিই ব্রাজিলের কোচ May 12, 2025
img
বিদ্যুৎখাতের দুর্নীতি : ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের May 12, 2025
img
শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ : শিবির সেক্রেটারি May 12, 2025
img
সিলেট আদালতে আত্মসমর্পণে আসা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ধাওয়া May 12, 2025
img
আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার সই May 12, 2025
কর আরোপের যে নতুন সিদ্ধান্ত নিলো এনবিআর May 12, 2025