মঞ্চে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা বিশাল

জনপ্রিয় তামিল অভিনেতা বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করেই মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এ নায়ক। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্যমতে, এখন ভালো বোধ করছেন অভিনেতা।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, তামিলনাড়ুর ভিল্লুপুরমে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশাল। তবে হতবাক করা ঘটনা যে তিনি মঞ্চেই অসুস্থ হয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। সৌভাগ্যবশত, তাকে দ্রুতই কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়।

বিশাল, কুভাগাম গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তামিল মাস উৎসবের অংশ হিসেবে, রবিবার রাতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য, মিস কুভাগাম ২০২৫ নামে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উদযাপন চলাকালীন, বিশাল অপ্রত্যাশিতভাবে জ্ঞান হারিয়ে মঞ্চে পড়ে যান। অনুষ্ঠানের আয়োজক এবং ভক্তরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তিনি জ্ঞান ফিরে পান।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন মন্ত্রী কে. পোনমুদি, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশালকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

এই ঘটনায় অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভক্তদের মনে। কারণ এই বছরের জানুয়ারিতে ডেঙ্গু থেকে সেরে ওঠলেও ভাইরাল জ্বরে বেশ ভুগেছেন তিনি। এবার মঞ্চে এভাবে অসুস্থ হয়ে পড়া বেশ চিন্তার ভাঁজ ফেলছে বিশালের অনুরাগীদের মনে। অভিনেতার ম্যানেজার হরি কৃষ্ণান জানান, বিশাল বেশ কিছুদিন ধরে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন। তার ব্যস্ত সময়সূচি এবং খাবার না খাওয়ার কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

বর্তমানে জানা গেছে যে, তামিল এই অভিনেতার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিশালকে সর্বশেষ দেখা গেছে ‘মাধা গজ রাজা’ চলচ্চিত্রে, যা ২০২৫ সালের পংগাল উৎসব উপলক্ষে মুক্তি পায়। সিনেমাটি প্রত্যাশার চেয়েও ভালো ফল করে বক্স অফিসে।

বিশ্বব্যাপী মোট ৫৬ কোটি টাকা আয় করে, যার মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু থেকেই ঘরে তোলে ৫৩.৫০ কোটি টাকা।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদের লাল পাসপোর্ট বহাল রাখা বৈধতা ছিল কিনা, খতিয়ে দেখা হবে May 12, 2025
img
ফের অভিনয়ে মালাইকা, এবার সঙ্গী ইয়াশ May 12, 2025
img
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সকালে যে ৩ কাজ করবেন May 12, 2025
সংসার ভাঙল এআইয়ের এক ভবিষ্যদ্বাণীতে May 12, 2025
স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে যা বললেন স্বাস্থ্য উপদেষ্টা May 12, 2025
img
ভালোবেসে বিয়ে, দেড় বছর পর স্ত্রীর মৃত্যু, স্বামী আটক May 12, 2025
img
দুই ফরম্যাট থেকে অবসরের পর ওয়ানডে নিয়ে যা ভাবছেন রোহিত May 12, 2025
img
অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন, 'চাপের কিছু নেই' May 12, 2025
img
শাহবাগে জাতীয় সংগীত গাওয়াতে বাধা আমাদের মনে দাগ কাটে : এ্যানি May 12, 2025
img
যুক্তরাজ্যে ব্যাপক অভিবাসন সংস্কার ঘোষণা May 12, 2025