প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের শিরোনামে। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়শই আলোচনায় থাকেন তিনি। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার প্রেমজীবন নিয়ে নানা জল্পনা চলছেই। সম্প্রতি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে, যদিও সামান্থা নিজেই বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের পরিচালক রাজের সঙ্গে সামান্থার সম্পর্কের গুঞ্জনের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি পোস্ট। যেখানে রাজের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল, এখন আমরা এখানে। নতুন শুরু।’

তবে সামান্থা পরিষ্কার করে বলেন, ক্যাপশনে উল্লেখ করা ‘নতুন শুরু’ মানে প্রযোজক হিসেবে তার পথচলার সূচনা। তিনি বর্তমানে ‘শুভম’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন, সেটির প্রচার নিয়েই ব্যস্ত। ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে দেন তিনি।

এদিকে সামান্থা সম্প্রতি নিজের জীবনের এক মর্মস্পর্শী ঘটনা প্রকাশ করেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, বাবার মৃত্যুর কিছুক্ষণ পরও হাসিমুখে ভক্তদের সঙ্গে ছবি তুলতে হয়েছিল তাকে।

তার ভাষায়, ‘আমি শুটিংয়ে ছিলাম, তখন খবর পাই বাবা নেই। খুব ভেঙে পড়েছিলাম। তবে ফ্লাইটে ওঠার সময় কিছু ভক্ত ছবি তুলতে চায়। আমি জানতাম না কীভাবে না বলব। তারা জানে না আমার কী ঘটেছে। তাই হাসিমুখেই ছবি তুলেছি। অথচ ভেতরে আমি ভেঙে পড়ছিলাম।’

তিনি যোগ করেন, ‘যদি ছবি তুলতে না করতাম, ওদের মন ভেঙে যেত। তাই না বলতে পারিনি। এই জগতে (সিনেমা) মন খারাপ হলেও হাসতে হয়, দর্শকের সামনে সব সময় শক্ত থাকতে হয়।’

এই খোলামেলা কথাগুলোর মাধ্যমে সামান্থা আবারও মনে করিয়ে দিলেন—তারকাদের বাইরের ঝলক জগৎ যতই রঙিন হোক না কেন, ভেতরের গল্পটা অনেক সময়েই কষ্টের।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
img
গ্রেফতার এড়াতে সাংবাদিক পরিচয় দিতেন ছাত্রলীগ সভাপতি May 12, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে মিষ্টি বিতরণ এনসিপির! May 12, 2025
প্রধান উপদেষ্টার নিজস্ব কোনো সম্পত্তি নেই! May 12, 2025
img
মাতৃত্বকালীন ছুটি শেষে শুটিংয়ে ফিরছেন অনিন্দিতা! May 12, 2025
img
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম May 12, 2025
img
তাপপ্রবাহ থেকে স্বস্তি দিল বৃষ্টি May 12, 2025
img
হজ ফরজ হওয়ার পরও আদায় না করার পরিণতি May 12, 2025