বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল খবর—বাংলাদেশের বোলিং কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। অবশেষে সেই গুঞ্জন বাস্তব রূপ পেল। আন্দ্রে অ্যাডামসকে বিদায় জানিয়ে টেইটকেই নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ মে) বিসিবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন টেইট। তার সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বোর্ড।

চুক্তি প্রসঙ্গে টেইট বলেন, “বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সঠিক সময়। দল নতুন একটি অধ্যায়ের দিকে যাচ্ছে। এখানে বেশ কিছু প্রতিভাবান পেসার রয়েছে, যাদের নিয়ে কাজ করার সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভা কাজে লাগিয়ে সাফল্য পাওয়াই মূল লক্ষ্য। বিশেষ করে ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগটা দারুণভাবে রোমাঞ্চিত করছে আমাকে।”

খেলোয়াড়ি জীবনে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেইট। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এর আগে পাকিস্তান এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন টেইট। তার কোচিংয়েই দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তরুণ পেসারদের নিয়ে বিশেষভাবে কাজ করেছেন তিনি, বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো উদীয়মান বোলারদের নিয়ে।

তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ের কোচিং ইতিহাস বিবেচনায়, বিসিবি মনে করছে টেইটের উপস্থিতি বাংলাদেশ পেস আক্রমণে নতুন প্রাণ আনবে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অবশেষে মুখ খুললেন র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা May 12, 2025
img
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে চায় সরকার : খাদ্য উপদেষ্টা May 12, 2025
তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জেলেনস্কি, যুদ্ধবিরতির হাতছানি! May 12, 2025
উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি May 12, 2025
‘মার্কিন মধ্যস্থতা মেনে নেননি ইন্দিরা, মোদি কেন পারলেন না?’ May 12, 2025
img
৪০০ মিলিয়ন ডলারের মামলায় টেলর সুইফট May 12, 2025
বুয়েটের তৈরী নতুন ট্রাফিক সিস্টেম! যেমন কাজ করছে May 12, 2025
img
শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই : অমিত হাসান May 12, 2025
উপদেষ্টা মাহফুজ আলমকে 'ভুয়া মাস্টারমাইন্ড' বললেন বিন ইয়ামিন মোল্লা May 12, 2025
আমাদের কথা লেখেন কিন্তু মিথ্যা বইলেন না! May 12, 2025