এখনো সুস্থ অনুভব করছি না, দু-এক দিন সময় লাগবে : তটিনী

‘মন মঞ্জিলে’ নামে একটি নাটকের শুটিং করতে গিয়ে চট্টগ্রামে দুর্ঘটনায় আহত হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। পরে তাকে দ্রুত সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন।শারীরিক দুর্বলতা এখনো না কাটলেও তিনি আগের চেয়ে আপাতত কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজে।

শুটিং করার মতো অবস্থায় নেই বলে তার অংশ প্যাকআপ করা হয়। এর পর আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তানজিম সাইয়ারা তটিনী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে।

শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’এদিকে তটিনী ঢাকায় ফিরলেও তার সহশিল্পী তৌসিফ মাহবুব ও টিমের একাংশ আজ রাতে ঢাকায় ফিরবে বলে জানা গেছে।একক দুয়েকটি দৃশ্য ধারণ শেষ করে রওনা দেবেন বলে জানিয়েছেন অভিনেতা।

তৌসিফ মাহবুব বললেন, ‘তটিনী এখন শুটিং করার মতো অবস্থায় নেই, চিকিৎসক তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সে কারণে শুধু তাকে প্যাকআপ করে দেওয়া হয়েছে, তার এখন বিশ্রাম প্রয়োজন। সে সুস্থ হলে তার অংশের বাকি কাজটুকু ঢাকাতেই শুট করব। এর মধ্যে আমার একক কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, সেগুলো শেষ করে নিচ্ছি এখানে।

প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় গতকাল রবিবার অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর ওপরে পড়লে এতে মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এমআর\টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে নতুন তথ্য দিলেন মাস্ক May 13, 2025
img
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার May 13, 2025
মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025
আ.লীগের পর জাতীয় পার্টিকে ব্যানের আহ্বান May 12, 2025
img
কালকিনিতে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০ May 12, 2025
ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে May 12, 2025
img
সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি May 12, 2025
img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025