রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার (১২ মে) দুপুরে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গতকাল রবিবার (১১ মে) গভীর রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তি নিহত ব্যক্তিদের ছোট বোনের ছেলে।
গত শুক্রবার ৬৪৯ পশ্চিম শেওড়াপাড়ার বাড়িটির দোতলায় একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত, শিলনোড়ার আঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তি মা-বাবার সঙ্গে রাজধানীর শনির আখড়ায় থাকে।
এই ব্যক্তি ঘটনার দিন টাকার জন্য পশ্চিম শেওড়াপাড়ায় তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় যায়। সেখানে মরিয়মের আরেক বোন সুফিয়া বেগম থাকতেন। তারা তাকে টাকা দিতে রাজি না হওয়ায় সে ছুরিকাঘাত ও শিলনোড়ার আঘাতে দুই খালাকে হত্যা করে। পরে সে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে গিয়ে আত্মগোপন করে।
সে মোবাইল ফোনে আসক্ত। উগ্র আচরণে কারণে এর আগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
ঘটনার পরদিন মরিয়মের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
আরএ/টিএ