কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন নিষিদ্ধ দল আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং বাংলাদেশ ইউনিয়ন কল্যাণ অ্যাসোসিয়েশন বুড়িচং শাখার সংগঠনিক সম্পাদক করিম খান রিপনকে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (১২ মে) রাতে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে জানান, বুড়িচং থানা পুলিশ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে করিম খান রিপনকে গ্রেফতার করে। তিনি জানান, গ্রেফতার ওই ইউনিয়ন পরিষদের মেম্বার উপজেলা বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিগত সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আসামি।
তার বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ গ্রেফতার করেছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার আসামিকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এফপি/টিএ