ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন মাইক হেসন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ মে থেকে এই দায়িত্বে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড সফরের পর থেকে খালি থাকা এই গুরুত্বপূর্ণ পদে বহু প্রার্থী আবেদন করেছিলেন। কোচদের মূল্যায়নের পর পিসিবি নির্বাচিত করেছে হেসনকে, যিনি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে সফল কোচ হিসেবে সুপরিচিত।
এর আগে নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হেসন। শুধু আন্তর্জাতিক নয়, পিএসএলেও রয়েছে তার সরব উপস্থিতি। বর্তমানে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ, যারা এবারের শেষবারের পিএসএলের শিরোপা জয়ী দল।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোচ মাইক হেসনকে পাকিস্তান পুরুষ দলের সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।'
'মাইকের রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপক অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গঠনের প্রমাণিত দক্ষতা। আমরা আশা করছি, তার নেতৃত্বে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে। মাইক, আপনাকে স্বাগতম!'
হেসনের নিয়োগ এমন এক সময়ে হলো, যখন পাকিস্তান সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতা ও আক্রমণাত্মক মনোভাব গড়ার সন্ধানে আছে। তার কৌশলী পরিকল্পনা ও বিশ্লেষণ-ভিত্তিক কোচিং স্টাইল দলের উন্নতিতে ভূমিকা রাখবে বলে আশা করছে পিসিবি। কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশ সিরিজ।
টিকে/টিএ