বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মতো ঐতিহাসিক ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে সকলের ঐক্য অপরিহার্য।’ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেন, “আমাদের মধ্যে বিভক্তি কেবল গণহত্যাকারীদের পুনরায় শক্তি জোগাবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনতে পারে। আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকায় আওয়ামীপন্থীরা প্রকাশ্যে বাধা দিতে সাহস করেনি, তবে তাদের গোপন তৎপরতা এখনো থেমে নেই।”

সারজিস আলম আরও উল্লেখ করেন, “আমাদের দাবির কিছু অংশ বাস্তবায়িত হলেও পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি। এই সময়ে যেকোনো ধরনের বিভাজন আন্দোলনের পথেই বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।”

তিনি সতর্ক করে বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ের ঐক্যকে কেউ যেন নষ্ট না করে। অস্তিত্বের লড়াইয়ের চেয়ে অন্য কিছু যেন অগ্রাধিকার না পায়। নয়তো ইতিহাস ও জনতার আদালতে দায়ীদের নাম চিরতরে লেখা থাকবে।”


এসএস/টিএ

Share this news on: