চাঁপাইনবাবগঞ্জে ৬ আ. লীগ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে চলমান বিশেষ পুলিশ অভিযানে ৬ জন নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দণ্ডবিধির একাধিক ধারায় দায়েরকৃত বিভিন্ন মামলা রয়েছে।

গত সোমবার (১২ মে) দিবাগত রাতে জেলার তিনটি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২ জন সদর থানা, ২ জন শিবগঞ্জ থানা এবং ২ জন নাচোল থানা পুলিশের হাতে আটক হন। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে পূর্বে দায়েরকৃত বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহীদসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ