কান উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্ন পোশাক’

নতুন বছর পেরিয়ে আবারও পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের। আজ মঙ্গলবার (১৩ মে) শুরু হতে যাচ্ছে ৭৮তম আসর, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিনেমাপ্রেমীরা ভিড় জমিয়েছেন কান সৈকতে। এই উৎসব একত্রিত করতে যাচ্ছে বিশ্বের অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের।

চিরাচরিত আড়ম্বরপূর্ণ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে কান কর্তৃপক্ষ। তবে যে ঝলমলে পোশাক রেড কার্পেটের অন্যতম আকর্ষণ, এবার সেটিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষ নতুন ড্রেস কোড চালু করেছে, যেখানে রেড কার্পেটে কিছু পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ড্রেস কোড পোশাককে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং রেড কার্পেটে পুরোপুরি নগ্নতা নিষিদ্ধ করাই এর মূল উদ্দেশ্য।

রেড কার্পেট শুরুর আগে নতুন পোশাক নীতিমালায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পুরোপুরি নগ্নতা এবং অতিরিক্ত ভলিউমযুক্ত পোশাক, বিশেষ করে দীর্ঘ ট্রেনওয়ালা গাউন, রেড কার্পেট ও অন্যান্য উৎসবস্থলে নিষিদ্ধ করা হয়েছে।

কান কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য ফরাসি আইন অনুযায়ী শালীনতা বজায় রাখা এবং এমন পোশাক এড়িয়ে চলা যা অতিথিদের চলাফেরায় বা থিয়েটারে বসতে অসুবিধা সৃষ্টি করে। ট্রান্সপারেন্ট পোশাক, যেগুলো সম্পূর্ণ বা আংশিক নগ্নতা ফুটিয়ে তোলে, এবং অতিরিক্ত বড় গাউন বা ব্যাকপ্যাক, ওভারসাইজড ব্যাগ ও স্নিকার্স এবার নিষিদ্ধ।

এবার নারীরা রেড কার্পেটে পরতে পারবেন দীর্ঘ গাউন, ককটেল ড্রেস বা টেইলার্ড প্যান্টসুট। পুরুষদের জন্য নির্ধারিত হয়েছে ডার্ক স্যুট ও বো টাই। এলিগ্যান্ট স্যান্ডেল বা জুতা পরা যাবে, হিল সহ বা হিল ছাড়া—তবে স্নিকার্স চলবে না।

পূর্বেও কানে পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৫ সালে সমতল জুতা পরায় কয়েকজন নারী অতিথিকে রেড কার্পেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। ২০২২ সালের টপলেস প্রতিবাদ এবং ২০২৫ সালের গ্র্যামিতে বিয়াঙ্কা সেনসোরির ট্রান্সপারেন্ট পোশাকও আলোচনার জন্ম দেয়, যা কানে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়ায়।

এ পরিবর্তনে ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এটি সৃজনশীলতার ওপর সীমারেখা টানবে। তবে আয়োজকরা জোর দিয়ে বলেছেন, তাদের উদ্দেশ্য ফ্যাশন সীমিত করা নয়, বরং শালীনতা ও সুরক্ষা নিশ্চিত করা।

এবারের উৎসবে টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্বখ্যাত তারকারা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা বিভাগে থাকছে বিশ্বজুড়ে নির্বাচিত ২২টি ব্যতিক্রমী সিনেমা। ২৪ মে শেষ হবে এই মর্যাদাপূর্ণ উৎসবের ৭৮তম আসর।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুক লাইভেই গুলিবর্ষণে প্রাণ গেল মেয়র প্রার্থীর May 14, 2025
img
বহিরাগতরা কেন মারল, সাম্যের শোকার্ত বাবার প্রশ্ন May 14, 2025
img
কুষ্টিয়া স্ত্রী ও দুই সন্তানকে হত্যাচেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা May 14, 2025
img
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ জন আটক May 14, 2025
img
আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ May 14, 2025
img
বাড়িতে মাদকের কারবার : মালিকসহ ৩ জনকে কারাগারে পাঠাল ইউএনও May 14, 2025
img
ঢাবি ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ May 14, 2025
img
নরসিংদীতে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা, ৩ ছাত্রদল নেতা গ্রেফতার May 14, 2025
img
টাকা-পয়সা থাকলে শাকিব খানকে টার্গেট করতাম : লায়লা May 14, 2025
img
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, যুবক গ্রেফতার May 14, 2025