বাড়িতে মাদকের কারবার : মালিকসহ ৩ জনকে কারাগারে পাঠাল ইউএনও

কয়েক মাস ধরে নিজ বাড়িকে মাদকের আড্ডায় পরিণত করে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন কুমিল্লার লালমাই উপজেলার সিধুচি গ্রামের বাসিন্দা শামীম (৪৮)।

বিষয়টি জানার পর মঙ্গলবার (১৩ মে) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার নেতৃত্বে সেনা ক্যাম্প ও কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স শামীমের বাড়িতে অভিযান চালায়।

এ সময় শামীমের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ও এক কেজি গাজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বেচাকেনা অবস্থায় ধরা পড়েন শামীম। মাদক কিনতে এসে আটক হন এলাকার সিধুচি গ্রামের বাসিন্দা ইব্রাহিম (২৫) ও আরিফ (২৮)।

আটকরা অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, মাদক ক্রেতা ইব্রাহিম ও আরিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ হাজার টাকা করে প্রত্যেককে জরিমানা করেন।

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, অপরাধ স্বীকার করায় বসতঘরে মাদক বেচাকেনা অবস্থায় আটক তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। উদ্ধার মাদক এলাকাবাসীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলবে।

আরএ


Share this news on: