কিলিয়ান এমবাপ্পে ও তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)-এর মধ্যে আর্থিক বিরোধ নতুন মোড় নিয়েছে। এমবাপ্পে দাবি করেছেন, পিএসজি তার বেতন ও বোনাস বাবদ ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করেনি। এই দাবির প্রেক্ষিতে ফরাসি ফুটবল লিগ (এলএফপি) পিএসজিকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেয়। তবে পিএসজি এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে এবং উল্টো এমবাপ্পের কাছে ৯৮ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে বলে দাবি করেছে ।
পিএসজির আইনজীবী থমাস আজ্জারো আদালতে বলেন, তাদের মূল লক্ষ্য ৯৮ মিলিয়ন ইউরো আদায় করা নয়, বরং এমবাপ্পের দাবির ভিত্তিহীনতা প্রমাণ করা। তিনি আরও বলেন, এমবাপ্পে ক্লাবের কাছ থেকে সবকিছু পেয়েছিলেন, তারপরও ক্লাবের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন ।
এদিকে, এমবাপ্পের আইনজীবী ডেলফিন ভেরহেইডেন উয়েফার কাছে অভিযোগ করেছেন যে, পিএসজি তাদের একজন খেলোয়াড়কে পাওনা পরিশোধ করেনি। এই অভিযোগের প্রেক্ষিতে পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে ।
এই বিরোধের নিষ্পত্তির জন্য আগামী ২৬ মে একটি শুনানি নির্ধারিত হয়েছে, যেখানে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এই শুনানি ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিতে পারে ।
এই বিরোধের ফলাফল কেবল এমবাপ্পে ও পিএসজির জন্য নয়, বরং ইউরোপীয় ফুটবলের আর্থিক নীতিমালার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
এসএস/টিএ