বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে

প্যারাগুয়েতে ১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের।

সোমবার ভোররাত ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। বাফুফে সূত্রের খবর, মাহফুজা আক্তার বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। অন্য দুজন অবশ্য প্যারাগুয়ের ফ্লাইট ধরেছেন। মঙ্গলবার দুপুরে মাহফুজার বিমানবন্দর থেকে ফেরার খবর চাউর হয়। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বাফুফের কর্তারা। কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে বাফুফের একাধিক কর্মকর্তা জানান, তারা জানতে পেরেছেন মাহফুজা প্যারাগুয়ে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন। কেন যেতে পারেননি এ বিষয়ে তারাও ধোঁয়াশায় রয়েছেন।

সূত্রে জানা গেছে, বিদায়ি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠক যুব মহিলা লিগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান। যার কারণে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ