‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’

বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। গত রোববার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “বঙ্গোপসাগরে ২৩ থেকে ২৮ মে এর মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। যা শ্রীলঙ্কার দেওয়া। ঘূর্ণিঝড়টি আগামী ২৩ থেকে ২৬ মে-র মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।”

তার এ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দক্ষিণপূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবার দ্বীপ এবং উত্তর আন্দামানের কিছু জায়গায় আজ মঙ্গলবার অগ্রসর হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম জাগরণ জানিয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ এখনো ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি নিশ্চিত করেনি। এই মৌসুমী ঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেটিও নিশ্চিত নয়।
 
এদিকে গত বছরের অক্টোবরে ভারতের উড়িশা ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চল দিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। অতিপ্রবল ওই ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানার আগে ভারতের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়।

এমআর/টিএ


Share this news on: