গত বছরের ডিসেম্বর মাসে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। এবার বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পর্যায়ে আরও একজন ভারতীয় যুক্ত হতে যাচ্ছেন। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সংযোগ গুপ্ত—এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বর্তমানে সংযোগ জিয়োস্টার সম্প্রচার সংস্থার ‘হেড অব লাইভ স্পোর্টস’ পদে কর্মরত। ফলে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার সম্প্রচারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একই সঙ্গে জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে থাকায় সংযোগের জন্য বাড়তি সুবিধা তৈরি হতে পারে।
আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসে। সেখানেই নতুন সিইওর নাম চূড়ান্ত হবে। বর্তমানে সিইওর দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস, যার কার্যকাল ইতোমধ্যে শেষ হয়েছে। জানা গেছে, আপাতত এই পদে সংযোগ গুপ্তই একমাত্র প্রতিদ্বন্দ্বী।
সংযোগকে এই পদে নিয়োগের ক্ষেত্রে জয় শাহের ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব থাকাকালীন সময় থেকেই জয় শাহ ও সংযোগ গুপ্তের মধ্যে পেশাগত সম্পর্ক ছিল দৃঢ়। ভারতে খেলাধুলার সম্প্রচারের অধিকাংশ দায়িত্ব জিয়োস্টারের হাতে থাকায় দুজন আগে একসঙ্গে কাজ করেছেন।
এই নিয়োগ চূড়ান্ত হলে আইসিসির শীর্ষ দুটি পদ—চেয়ারম্যান এবং সিইও—ভারতের নিয়ন্ত্রণে থাকবে।