সৌদি আরবই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ : ট্রাম্প

সৌদি-আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার রিয়াদে আয়োজিত এই উচ্চপর্যায়ের ফোরামে দেওয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃত্ব, অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেন।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

সৌদি নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ, রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু।’

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘দিন-রাত পরিশ্রমী নেতা’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ‘তিনি এতটাই পরিশ্রম করেন— আমার মনে হয়, তিনি রাতে ঘুমান না।’

একইসঙ্গে ট্রাম্প সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে যে ‘গভীর ও যুগান্তকারী পরিবর্তন’ এসেছে, তা-ও উল্লেখ করেন।

নিজের সৌদি সফরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবে এমনভাবে স্বাগত পাওয়া আমার জন্য এক বিশাল সম্মানের ব্যাপার।’

তিনি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করব।’

ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ উন্মুক্ত করতে ‘গঠনমূলক ভূমিকা রাখার’ জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান ট্রাম্প। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনীতির গুরুত্ব তুলে ধরেন তিনি।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, যাতে বিশ্বকে আরও নিরাপদ করা যায়।’

একটি গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণায় ট্রাম্প জানান, তিনি সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে বক্তব্যে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমেরিকা ও তার মিত্রদের হুমকি দিলে কঠোর জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সৌদি আরবের প্রতিরক্ষায় আমি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে দ্বিধা করব না।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রণবীরকে বয়কটের ‘সাহস নেই’মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর May 14, 2025
img
আইপিএলে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা, যা বলছে বিসিবি May 14, 2025
img
এলো ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর ফার্স্ট লুক May 14, 2025
img
প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত লবণ : বছরে ২৫ হাজার মানুষের প্রাণহানি May 14, 2025
img
‘প্রয়োজনে কালী রূপ নেব’ প্রীতির কড়া বার্তা May 14, 2025
img
সুনীল-অনিলরা দৌড়াচ্ছেন, আর গোবিন্দা ঘরে বসে! আক্ষেপ সুনীতার May 14, 2025
img
আকবরের সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ May 14, 2025
img
সৌদি সফর শেষে কাতারে ডোনাল্ড ট্রাম্প May 14, 2025
img
গাড়ি দুর্ঘটনায় ভালোবাসার মানুষকে হারিয়ে এখনও কাঁদেন প্রীতি May 14, 2025
img
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় শিবিরের শোক, দ্রুত বিচার দাবি May 14, 2025