‘জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি’

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিবর্তন হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ মে) মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের অবৈধভাবে দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেয়ার ভারতের দাবির বিষয়ে অবস্থান পরিবর্তিত হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, ভারত দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যার সমাধান করতে দৃঢ়প্রতিজ্ঞ। যদিও পাকিস্তান অতীতে মধ্যস্থতার আবেদন করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এক নিয়মিত ব্রিফিংয়ে, মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান (জম্মু ও কাশ্মীর নিয়ে) যে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত সমস্যাগুলো ভারত এবং পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে।’

জয়সওয়াল বলেন, ‘ভারতের এই অবস্থান পরিবর্তিত হয়নি।’

এক্ষেত্রে পাকিস্তানের অবৈধভাবে দখলকৃত অঞ্চলটি ছেড়ে দেয়াই মূল বিষয় বলেও উল্লেখ করেন মুখপাত্র।

ট্রাম্পের কাশ্মীর সমস্যা সমাধানের মধ্যস্থতার প্রস্তাব সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব বলেন জয়সওয়াল।

এর আগে যুদ্ধবিরতির পর সোমবার রাতে জাতির উদ্দেশে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেয়া ছাড়া কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হতে পারে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে করা যায় না। রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না।’

এদিকে, এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে ভারত কাশ্মীরের অবস্থান স্পষ্ট করেছে এবং বলে আসছে যে, কাশ্মীর ফিরিয়ে দেয়া ছাড়া পাকিস্তানের সাথে আর কোনো আলোচনা হবে না এবং এই ধরনের আলোচনা দ্বিপাক্ষিক হতে হবে।

এর আগে চারদিনের সংঘাতের পর ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

আফ্রিদির বিজয় মিছিল’ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা May 14, 2025
অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোদী May 14, 2025
img
সোশ্যাল মিডিয়ায় অনাকাঙ্ক্ষিত পোস্ট, নজরদারিতে প্রাথমিকের শিক্ষকরা May 14, 2025
বন্দর থেকে গ্রাম পর্যন্ত-প্রধান উপদেষ্টার ব্যতিক্রমী দিন! May 14, 2025
শেখ হাসিনার নির্দেশেই অগ্নিসংযোগ: চিফ প্রসিকিউটর May 14, 2025
সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্র দলের বিক্ষোভ May 14, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 14, 2025
সন্তান বড় হচ্ছে বাবার কাছে! বাবা মায়ের বিচ্ছেদ গড়ালো কোর্টে May 14, 2025
দুদকের মামলায় সাজাপ্রাপ্ত জোবাইদা রহমান আপিলের ভিত্তিতে জামিনে May 14, 2025
সাম্য হত্যায় চোখ খুললো ঢাবির May 14, 2025