‘মামুনের মতো ছেলেরা আমার মতো নারী দেখে টার্গেট করে’

আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন।

জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। শুরু হয় নতুন করে বিবাদ।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা।

শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।

গত রবিবার (১১ মে) রাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন।

কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?

লায়লা বলেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।

আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি।

সে (মামুন) আমার কাছ থেকে অনেক গুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।

ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসা কথাও জানান লায়লা। তার ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম। অন্ধের মতো বিশ্বাস করতাম। ও যদি বলে এইটা ডান দিক তাহলে আমি ধরে নিতাম এটাই ডান দিক। যদি বলে বাম দিক তাহলে বাম দিক। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলেন।

লায়লা সাক্ষাৎকারে বলেন, প্রথম কথা হলো আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করবো, টিকটকার প্রিন্স মামুনকে আমি কেনো টার্গেট করবো? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম, সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরনের ছেলেরা আমাদের মত নারীদের দেখে দেখে টার্গেট করে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফার্স্টলুকে নেই মিশু! ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নিয়ে জল্পনা তুঙ্গে May 14, 2025
img
কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই May 14, 2025
img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ May 14, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানা গেল May 14, 2025
img
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ May 14, 2025
img
ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক May 14, 2025
img
ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার May 14, 2025
img
স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! May 14, 2025
img
মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে May 14, 2025