ফাইনালের আগেই আইপিএলে থাকা খেলোয়াড়দের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

আইপিএলের নতুন সূচিতে বিদেশি ক্রিকেটারদের থাকা নিয়ে চলছে অনিশ্চয়তা। গতকাল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণার পর দেশগুলোর ক্রিকেটারদের আইপিএলে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কারণে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটারও থাকবেন না আইপিএলে।

আগামী ১১ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৈরি করতে আগেভাগেই ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ২৬ মে’র মধ্যে তাদের প্রস্তুতিতে অংশগ্রহণ করতে হবে।

এদিকে স্থগিত হওয়ার আগে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। পরেরদিন দেশে ফেরার শর্তে ক্রিকেটারদের ছাড়পত্র দিয়েছিল সিএসএ। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সূচি পিছিয়ে যায় আইপিএলের। কিন্তু শর্ত থেকে যায় দক্ষিণ আফ্রিকার। ফলে নতুন সূচিতে থাকতে পারবেন না বেশ কয়েকজন ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণার পর জোহানেসবার্গে এই ব্যাপারে প্রোটিয়া কোচ কনরাড বলেন, ‘আইপিএল ও বিসিসিআইয়ের সঙ্গে শুরুতে আমাদের চুক্তি ছিল ফাইনাল ২৫ মে হলে আমাদের খেলোয়াড়রা ২৬ মে দেশে ফিরবে, যেন আমরা ৩০ মে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিতে পারি।’

‘তবে এই আলোচনা এখনও চলমান। বিষয়টি নিয়ে আমাদের ক্রিকেট পরিচালক এবং সিইও আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারাই এই বিষয়টি সামলাবেন। তবে আমি চাই আমাদের ক্রিকেটাররা ২৬ মে’র মধ্যেই ফিরে আসুক, এবং আশা করি সেটিই হবে।’

কনরাডের চাওয়ামতো আইপিএল থেকে ২৬ মে’র মধ্যে ফেরত আসতে হবে কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), লুঙ্গি এনগিদি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মারক্রাম (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), রায়ান রিকেলটন ও করবিন বোশকে (মুম্বাই ইন্ডিয়ান্স), মার্কো ইয়ানসেন (পাঞ্জাব কিংস) এবং উইয়ান মুল্ডারকে (সানরাইজার্স হায়দরাবাদ)।

আসরের প্লে-অফের দৌড়ে থাকা গুজরাট, মুম্বাই, বেঙ্গালুরু ও পাঞ্জাব বড় ধাক্কা খেতে পারে যদি এই ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়। যেহেতু নতুন সূচিতে প্লে-অফ শুরু হবে আগামী ২৯ মে। আর ফাইনাল হবে আগামী ৩ জুন।  

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই May 14, 2025
img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ May 14, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানা গেল May 14, 2025
img
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ May 14, 2025
img
ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক May 14, 2025
img
ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার May 14, 2025
img
স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! May 14, 2025
img
মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে May 14, 2025
img
আ. লীগকে স্বাভাবিক ভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাতো না: রুমিন ফারহানা May 14, 2025