৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে এল চিরকুট

দীর্ঘ আট বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ প্রকাশ করেছে। অ্যালবামটিতে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট।

এর মাধ্যমে দেশ বিদেশে চিরকুটের অগণিত শ্রোতাদের নতুন এ্যালবামের অপেক্ষা শেষ হলো। স্পটিফাই, এ্যাপল মিউজিক, ইউটিউব, ফেইসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল্যাাটফর্মে গানগুলো গতকাল মঙ্গলবার থেকে শুনতে পাচ্ছেন শ্রোতারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিরকুট জানায়, ২৩ বছর এর পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সাথে ছিল সকল প্রতিকূলতাকে পিছে ফেলে এগিয়ে চলা, নিজেদের, ক্রমাগত সৃষ্টিতে নিয়মিত নতুন গান, পরিশ্রম ও একাগ্রতা।

আর এ সবের মুলে ছিল ব্যান্ডের প্রতি আমাদের নিষ্ঠা আর নি:স্বার্থ ভালবাসা। আর তাই আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট আর এই জীবনটাও ভালোবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সাথে থাকতে; নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ‘ভালোবাসা সমগ্র’।

শারমিন সুলতানা সুমি বলেন, এ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজ- এর প্রতিফলন থাকা। চিরকুট আমাদের ধ্যানের মত। আশা করছি আমাদের যারা ভালোবাসেন, সেই জায়গাটা বুঝতে পারেন; আমাদের এ স্বতঃস্ফুত নতুন বাংলা গানগুলো তাঁদের হৃদয়ে পৌঁছাবে। এছাড়া চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালোবাসা পেয়েছি যে ভালোবাসার ভাষায়; গানে গানেই প্রতি নিয়ত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমরা অতি ক্ষুদ্র মানুষ। পৃথিবীতে ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করছি মাত্র।

তিনি আরো বলেন, ‘এই এ্যালবামের একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান চারজন সদস্যদের জীবনের প্রথম সম্পূর্ণ ষ্টুডিও এ্যালবাম এই ‘ভালোবাসা সমগ্র’। প্রান্ত, দিব্যী, ইয়ার আর শুভ্র। ওরা এটা নিয়ে খুব খুশি। আমার ওদের খুশি দেখতে অদ্ভুত আনন্দ লেগেছে। সব মিলিয়ে ভালোবাসার বহুমাত্রিকতায় এবারের অ্যলাবামের গানগুলো তুলে ধরার চেষ্টা করেছি। স্বতঃস্ফুর্তভাবে যে কথাগুলো ভেতর থেকে এসেছে, যে সুর হৃদয়ে বেজেছে; তা দিয়েই ব্যান্ডের সবাই অনেক পরিশ্রম আর যত্ন করে গানগুলো তৈরি করেছি।’অ্যালবামের গানগুলো হল- দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।

এরইমধ্যে ‘দামী’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি। আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।

অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে তরুণ প্রতিভাবান শিল্পী, প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন। অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল।

চিরকুট জানায়, গান রিলিজের পাশাপাশি এ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ উপলক্ষে খুব শিগগিরই বিশেষ একক কনসার্ট-এরও পরিকল্পনা করছে ব্যান্ডটি।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘হঠকারী আচরণ’—উপদেষ্টা মাহফুজের ওপর হামলায় ক্ষুব্ধ শিবির সভাপতি May 15, 2025
img
মাহফুজকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় রাফে সালমানের তীব্র নিন্দা May 15, 2025
img
উপদেষ্টার ওপর হামলায় সারজিসের ক্ষোভ: 'আপনাদের প্রতি ধিক্কার' May 15, 2025
img
জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ আলম May 15, 2025
নবীজিকে সাহাবীরা যেভাবে মানতেন | ইসলামিক জ্ঞান May 15, 2025
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম May 15, 2025
নুর - আফ্রিদির ৫ ঘণ্টার গোপন বৈঠক ফাঁস! | টাইমস ফ্ল্যাশ | ১৪ মে, ২০২৫ May 15, 2025
এই ক্ষমতা বেশি দিন টিকবে না, বললেন শাজাহান খান May 15, 2025
অনিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় May 15, 2025
img
দিনাজপুরে সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার May 15, 2025