ভদকার ফোয়ারায় কাবু বিদেশি অভিনেতারা, কিন্তু অটল রইলেন ভাইজান!

বলিউডের ভাইজান তিনি— এক বার প্রতিশ্রুতি দিয়ে ফেললে আর কারও কথা শোনেন না, নিজেরও না। পর্দার সংলাপ যে কখন পর্দার বাইরে সালমান খানের জীবনের শিরোনাম হয়ে গিয়েছে, হয়তো জানেন না অভিনেতা নিজেও।

সালমান এবং তাঁর পানাসক্তি নিয়ে নানা কানাঘুষো শোনা যায় বলিপাড়ায়। এ বার তেমনই এক রোমহর্ষক কাহিনি শোনালেন পরিচালকযুগল রাধিকা রাও, বিনয় সপ্রু। সেটা ২০০৫ সাল, শুটিং চলছে ‘লাকি: নো টাইম ফর লভ’ ছবির। সলমনের পাশাপাশি ছবিতে ছিলেন একাধিক রাশিয়ান অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকারা জানান, রাশিয়ানদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান । আর তার পরই ঘটে বিপত্তি।

রাধিকা জানান, রাশিয়ানরা নিজেদের মদ্যপানের ক্ষমতা নিয়ে যথেষ্ট গর্ব বোধ করেন। শুটিংয়ের সময়ও তাঁরা এ বিষয়ে কৃতিত্ব জাহির করতেন বার বার। সেই দর্পই একেবারে চূর্ণ করেছিলেন সালমান খান। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এক বিশেষ জমায়েতের আয়োজন করেন নিজের বাড়িতে। সকলেই জানেন, সলমনের পার্টিতে মদের ফোয়ারা ছোটে। ছবির পরিচালকেরা রাশিয়ান অভিনেতাদের নিষেধ করেছিলেন এই নিমন্ত্রণ গ্রহণ করতে। কিন্তু তাঁরা কর্ণপাত করেননি।

রাধিকা বলেন, “পর দিন ওঁরা যখন শুটিংয়ে এলেন, কেউ মাথা তুলতে পারছেন না। কেউ এলেন অনেক দেরি করে। এমনিতেই রাশিয়ানরা খুব পেশাদার। তাঁরা সে দিন বলেছিলেন, ভদকার প্রবাহ শেষই হয়নি সলমনের বাড়িতে। তাঁরাও নিজেদের ক্ষমতা জাহির করতে পান করে গিয়েছেন। শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। অথচ, তাঁদের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ্যপান করেছেন সালমান । কিন্তু বিন্দুমাত্র প্রভাব পড়েনি তাঁর উপর।”

পরিচালকেরা জানিয়েছেন, সে রাতে রাশিয়ান অভিনেতারা বাড়ি ফিরেছিলেন প্রায় হামাগুড়ি দিয়ে। কিন্তু সলমনের পা টলেনি। পর দিন শুটিংয়েও তিনি এসেছিলেন একেবারে সময়মতো।

অভিনেতার জেদ নিয়ে নানা কাহিনি রয়েছে। অতিরিক্ত পানাসক্তি কাটিয়ে ওঠার চেষ্টাও দীর্ঘ দিন ধরেই চালিয়ে যাচ্ছেন তিনি। আর এ বিষয়েও তিনি যথেষ্ট দৃঢ়চেতা। সলমনের বাবা সেলিম খান এক বার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব মদ্যপানের ইচ্ছা হলে, এক গ্লাস মদ নিজের সামনে নিয়ে বসেন সালমান। তাকিয়ে থাকেন তার দিকে। কিন্তু ছুঁয়ে দেখেন না। ধীরে ধীরে বাসনা কমে আসে। আত্মস্থ হন সালমান ।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার May 14, 2025
img
স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! May 14, 2025
img
মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে May 14, 2025
img
আ. লীগকে স্বাভাবিক ভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাতো না: রুমিন ফারহানা May 14, 2025
img
বাসে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৬ মে May 14, 2025
img
জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল May 14, 2025
img
শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান May 14, 2025
img
রণবীরকে বয়কটের ‘সাহস নেই’মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর May 14, 2025
img
আইপিএলে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা, যা বলছে বিসিবি May 14, 2025
img
এলো ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর ফার্স্ট লুক May 14, 2025