চা না খেয়ে ঢুকতে মানা! শাশ্বতের বাংলাদেশ যাত্রা শুরু অদ্ভুত অভিজ্ঞতায়

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নির্মিত ‘গুলমোহর’ সিরিজে অভিনয় করতে ঢাকায় এসেছিলেন তিনি।

কলকাতায় ফিরে গিয়েই অভিনেতা জানিয়েছেন, কেমন ছিল তার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা।

সম্প্রতি অনলাইনে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শাশ্বত। যেখানে অভিনেতা জানান, প্রথমবার ঢাকার এয়াপোর্টে নেমে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার।
শাশ্বত বলেন, ‘এর আগে বাংলাদেশের ওপর দিয়ে বিমানে ফ্লাই করে গেছি, কিন্তু এই দেশে কখনো যাওয়া হয়নি। ছোটবেলায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে কলকাতা থেকে বিটিভি দেখা যেত। সেই সূত্রে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে যোগাযোগ ছিল। সুন্দর সুন্দর নাটক হতো, সেগুলো দেখতাম। এবার প্রথমবার যখন নামি ঢাকা এয়ারপোর্টে, অদ্ভুত এক্সপেরিয়েন্স হলো।’

বিমানবন্দরে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে যিনি ছিলেন তিনি ‘ক্যামেরার দিকে তাকান’ বলে আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেলেন। সঙ্গে একগাল হাসি। বাংলাদেশে ঢোকার একটু আগে, আপনাদের এয়ারপোর্টে আর্মির একটা বেজ আছে, ছোট অফিস গোছের। সেখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে বললেন, ‘কোথায় যাচ্ছেন?’ আমি বললাম, শুটিং করতে। বললেন, ‘দেশে তো ঢুকতে দেব না।’ আমি বললাম, মানে? আমি এত দূর থেকে আসছি। বললেন, ‘এখানে তো এক কাপ চা না খেয়ে আপনি দেশে ঢুকতে পারবেন না।’ এভাবে বাংলাদেশে আমার এন্ট্রি হলো। এরপর পুরো সময়টা স্বপ্নের মতো কেটেছে।’

ওয়েব সিরিজ সম্পর্কে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটি হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

নির্মাতা শাওকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’

প্রসঙ্গত, গত ৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান ছাড়াও সারা যাকের, সুষমা সরকার, মীর নওফেল, আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে। আগামী ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে শাওকী নির্মিত চরকি অরিজিনাল ‘গুলমোহর’।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের ‘বন্ধু’ তুরুস্কে শুটিং বয়কটের ডাক বলিউডে May 14, 2025
img
১৮ বছর পর গ্রামের বাড়িতে গেলেন ড.ইউনূস May 14, 2025
img
যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ঢাবি শিক্ষার্থী সাম্য May 14, 2025
img
ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে জাতীয় সনদ: আলী রীয়াজ May 14, 2025
img
হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ May 14, 2025
img
তিতুমীর কলেজে আইটি সোসাইটির নেতৃত্বে মাইদুল-আকাশ May 14, 2025
img
পিএসএলে দল পেলেন সাকিব May 14, 2025
img
সাম্য হত্যা: বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় May 14, 2025
img
ভারতের হামলায় ১৩ পাক -সৈন্য নিহত : আইএসপিআর May 14, 2025
img
বিশ্বনেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ লিও’র May 14, 2025