জেমসের সুরে ভেসে গেল নিরাপত্তা! কনসার্টে নারী নিপীড়ন ও চুরির অভিযোগ

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এছাড়াও কনসার্টে কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

মোবাইল চুরির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ১২৯ জন থানায় জিডি করেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়নশীপের ট্রফি উন্মোচন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতৃত্বন্দ উপস্থিত ছিলেন।

এদিন রাত ৯ টার দিকে জেমস মঞ্চে উঠেন। তার জনপ্রিয় একের পর এক গানের সুরে দর্শকদের মাতোয়ারা করে তোলেন। জেমসের কনসার্টের টানে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। সেই সুযোগেই প্রায় শতাধিক মোবাইল সেখানে চুরি হয়েছে। এছাড়াও কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

দর্শকদের অভিযোগ, আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাপে হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি।

স্থানীয় সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, পেশাগত কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু জেমসের কনসার্টে আমার মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া আমার ভাগ্নের ফোনও হারিয়েছে। আমার দুইটি ফোনের মূল্য ৫০ হাজার টাকার উপরে।

টাঙ্গাইলের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক বলেন, পেশাগত দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক হিসেবে ভিআইপি গেটে দিয়ে প্রবেশ করতে গিয়ে ফিরে এসেছি। সাংবাদিক পরিচয় দেয়ার পরেও টিকেট ছাড়া প্রবেশ করতে দেয়নি। বিষয়টি খুবই দু:দুঃখজনক।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, কনসার্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তবুও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মোবাইল হারিয়ে থানায় প্রায় ১২৯ জন জিডি করেছেন।

এফপি/টিএ
 

Share this news on:

সর্বশেষ

img
এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া May 15, 2025
আ.লীগের অফিসের সামনে চলছে কী? মানুষ এসব কী খাচ্ছেন? May 15, 2025
img
ইসলামিক পথচলায় এতো বাধা কেনো: লুবাবা May 15, 2025
img
আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী May 15, 2025
img
জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ May 15, 2025
img
'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার May 15, 2025
img
তারা আমার উপর হামলা করেনি: উপদেষ্টা মাহফুজ আলম May 15, 2025
img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025