বাসে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৬ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকরা। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট এই অগ্রিম বিক্রির আওতায় থাকবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।’

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে।

তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, ‘গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয় না, ফলে মালিকরা তাদের গাড়ি কতটা বিলাসবহুল সেই অনুযায়ী একটা ভাড়া নির্ধারণ করেন।

এবার আমরা মালিকেরা বসেছি এবং এসি বাসের ভাড়া যেন সহনীয় পর্যায়ে রাখা হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জবি শিক্ষার্থী-শিক্ষকের ওপর হামলার নিন্দা শিবিরের May 15, 2025
img
মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনার সমালোচনা করে হাসনাতের ফেসবুক পোস্ট May 14, 2025
img
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ May 14, 2025
img
ডায়াবেটিক রোগীরা যেভাবে আম খাবেন May 14, 2025
এক নাস্তিকের বিশ্ময়কর ঘটনা May 14, 2025
কেন আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন কারান জোহর? May 14, 2025
আফ্রিদির বিজয় মিছিল’ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা May 14, 2025
অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোদী May 14, 2025
img
সোশ্যাল মিডিয়ায় অনাকাঙ্ক্ষিত পোস্ট, নজরদারিতে প্রাথমিকের শিক্ষকরা May 14, 2025
বন্দর থেকে গ্রাম পর্যন্ত-প্রধান উপদেষ্টার ব্যতিক্রমী দিন! May 14, 2025