শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখালেন ড. ইউনূস

শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণকালে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা।

তিনি বলেন, আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয় বরং ব্যবসার জন্য। ব্যবসাকেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী এবং তা টিকবে না।

অধ্যাপক ইউনূস বলেন, দীর্ঘদিন পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আনন্দিত। ১৯৭২ সালে তিনি চবিতে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।

তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং কীভাবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রামে দুর্ভিক্ষপীড়িত মানুষদের সহায়তা করতে গঠিত হয়েছিল তা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছিল চবির অর্থনীতি বিভাগে।

অনুষ্ঠানে, চবি কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি লিট) উপাধিতে ভূষিত করেন। চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি লিট সনদ তুলে দেন।

চবি আজ দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তনের আয়োজন করে। যেখানে ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জবি শিক্ষার্থী-শিক্ষকের ওপর হামলার নিন্দা শিবিরের May 15, 2025
img
মাহফুজকে বোতল নিক্ষেপের ঘটনার সমালোচনা করে হাসনাতের ফেসবুক পোস্ট May 14, 2025
img
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ May 14, 2025
img
ডায়াবেটিক রোগীরা যেভাবে আম খাবেন May 14, 2025
এক নাস্তিকের বিশ্ময়কর ঘটনা May 14, 2025
কেন আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন কারান জোহর? May 14, 2025
আফ্রিদির বিজয় মিছিল’ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা May 14, 2025
অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোদী May 14, 2025
img
সোশ্যাল মিডিয়ায় অনাকাঙ্ক্ষিত পোস্ট, নজরদারিতে প্রাথমিকের শিক্ষকরা May 14, 2025
বন্দর থেকে গ্রাম পর্যন্ত-প্রধান উপদেষ্টার ব্যতিক্রমী দিন! May 14, 2025