ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেপ্তার তামিমের গ্রামের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। বুধবার (১৪ মে) রাত ৭ টায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তার বাড়িতে আগুন দেয়া হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, সন্ধ্যার পর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি বসতঘর পুড়ে যায়।

এ ব‌্যাপা‌রে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। কেউ হতাহতের খবর পাইননি।

এসএন

Share this news on: