জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ আলম

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমস্যাগুলোর দ্রুত সমাধান শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে জবির শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এই সময় আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারেন। তবে তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা যায়নি।

আলোচনার শুরুতে মাহফুজ আলম বলেন, ‘আপনারা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।’

পরে দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘আজ কিছু পুলিশ সদস্য হয়তো উসকানি...’—এই কথা বলতেই শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার শুরু করেন। এমন সময় হঠাৎ তার মাথায় কিছু একটা পড়তে দেখা যায়।

এরপর মাহফুজ আলম বলেন, ‘আমি আর কথা বলব না।’ এরপর তিনি পুলিশি নিরাপত্তায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে চলে যান।

পরে যমুনার সামনে মিডিয়ার সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন করছেন। তারা তিনটি দাবি তুলেছেন, যার যৌক্তিকতা শিক্ষা মন্ত্রণালয় বিচার করবে। তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকটে আছে, সরকার তা গুরুত্বের সঙ্গে দেখবে। শিক্ষার্থীরা ৭০ শতাংশ আবাসন ভাতা দাবি করেছেন, সেটি কত শতাংশ করা যায় তা আলোচনার বিষয়। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা এবং বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিও তারা তুলেছেন।

তিনি আরও বলেন, দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টেকহোল্ডারদের বৈঠকের সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে।

মাহফুজ আলম বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি, যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছিলেন তারা আমার ওপর হামলা করেননি, বরং যারা নাশকতার উদ্দেশ্যে আন্দোলনে এসেছেন, তারাই এটি করেছে। আজকের কথা ছিল, আমার সঙ্গে তাদের মিটিং হবে—তা হয়নি। প্রতিষ্ঠানের সঙ্গে আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা থাকলেও সেটিও হয়নি। হঠাৎ করে কীভাবে মিছিল কাকরাইল পর্যন্ত এলো, তা জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে যমুনা অভিমুখে চল এই রাজনীতি, এই মুভমেন্ট আর চলতে দেওয়া হবে না। আমরা কঠোর অবস্থান নেব। শিক্ষার্থীদের মধ্যে যারা এই কাজ করেছে, তারা বড় ভুল করেছে। যারা নাশকতার উদ্দেশ্যে এসেছে, তাদের আলাদা করা দরকার। তাদের চিহ্নিত করতে হবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘শিক্ষক-ছাত্র যখন আন্দোলন করে, তখন প্রথমেই আলোচনা করতে হবে, সংলাপ করতে হবে। প্রথমেই বলপ্রয়োগ নয়।’

শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়েছেন। তারা শিক্ষার্থীদের কাছে অসহায়। নৈতিকতার জায়গা থেকে শিক্ষকদের মর্যাদা রক্ষা করা উচিত ছিল। আমি যখন কথা বলতে গিয়েছিলাম, তারা সেটা পারেনি। হয়তো পরে তারা বুঝবে।’


এসএস

Share this news on:

সর্বশেষ

img
দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির May 18, 2025
অপারেশন সিঁদুর ছোট্ট একটা ট্রেইলার May 18, 2025
জনরোষে পড়ার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন: জয়নুল আবদিন May 18, 2025
মাদক সেবনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি May 18, 2025
img
ট্রাম্পকে স্বাগত জানানো সেই চুল ওড়ানো নৃত্যের ইতিহাস May 18, 2025
img
আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি May 18, 2025
img
সীমান্তবর্তী এলাকায় বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা May 18, 2025
img
‘পাইলট ছাড়াই’ দুই শতাধিক যাত্রী নিয়ে ১০ মিনিট আকাশে উড়ল উড়োজাহাজ May 18, 2025
img
আমিরাতকে হারিয়ে লিটনের চোখে দুই উন্নতির খোঁজ May 18, 2025
img
মূল্যস্ফীতির প্রভাব টেলিকম খাতে স্পষ্ট, প্রযুক্তিগত বিনিয়োগে ভবিষ্যতের আশা May 18, 2025
img
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা May 18, 2025
img
যুক্তরাষ্ট্রে সেতুতে জাহাজের ধাক্কা, কয়েকজন আহত May 18, 2025
img
শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ-ভারত May 18, 2025
img
ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে May 18, 2025
img
খাজা আসিফের দাবি : ভারতের বড় বড় যুদ্ধবিমান ‘ঘুড়ির মতো ভেঙেছে’ পাকিস্তান May 18, 2025
img
৯১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীন ইসলাম গ্রেফতার May 18, 2025
img
লাহোরের শোভা সাকিব, দিল্লির মোস্তাফিজ May 18, 2025
img
হজযাত্রীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিল সৌদি May 18, 2025
img
টিস্যুর প্যাকেটে মিলল লাখ টাকার ইয়াবা May 18, 2025
img
কেউ গালি না দিলে বুঝি কোথাও ভুল করেছি : জাভেদ আখতার May 18, 2025