লক্ষ্মীপুরের কমলনগরে আল-আমিন (৫) নামের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের উত্তর চরলরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ওই গ্রামের বিলাত আলী বাড়ির মো. আলাউদ্দিনের ছেলে।
আল-আমিনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে তার দাদা তোতা মিয়া জানান, সবার অজান্তে খেলতে গিয়ে আল-আমিন পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
আরএ/টিএ