নতুন প্রেম নিয়ে মুখ খুললেন সামান্থা

নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ ঘটেছে প্রায় চার বছর আগে। চৈতন্য এখন শোবিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে সুখী, যা তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন।

এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির ভেতরে শোনা যাচ্ছে, সামান্থা রুথ প্রভুও নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দক্ষিণী এই অভিনেত্রী একজন পরিচালকের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন।

অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছে। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা।

বুধবার (১৪ মে) সামান্থা তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে।
কে তিনি? বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে।

এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও। তাদের মন্তব্য, ‘এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।’

সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।”

আর এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন বলেই মনে করছেন অনেকে।

তবে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলে দাবি অভিনেত্রীর।

প্রসঙ্গত, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন টেকেনি। কিছুদিন পরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’ May 15, 2025
img
কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া:ড.আসিফ নজরুল May 15, 2025
img
ঢাবির মুরুব্বিয়ানা বন্ধ করতে হবে: ইনকিলাব মঞ্চ May 15, 2025
img
আওয়ামী লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল May 15, 2025
img
বাবার ছবি দিয়ে আবদুল হামিদের ছেলের পোস্ট, যা লিখলেন May 15, 2025
img
দেশের সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস May 15, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল, আলাদা হচ্ছে টিএসসি May 15, 2025
img
ক্রেতা সেজে দিনদুপুরে যেভাবে কোটি টাকার স্বর্ণ চুরি করলেন ৫ নারী! May 15, 2025
img
প্যান-ইন্ডিয়া প্রজেক্টে দীপিকার প্রত্যাবর্তন, প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’-এ অভিনয় নিশ্চিত May 15, 2025
img
‘মোদি, আমাদের জ্ঞান দিও না’ বলে কড়া বার্তা শাহবাজ শরিফের May 15, 2025