বাবার ছবি দিয়ে আবদুল হামিদের ছেলের পোস্ট, যা লিখলেন

সম্প্রতি অত্যন্ত গোপনে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার দেশ ছাড়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মামলা থাকার পরও কীভাবে, কাদের সহায়তায় তিনি দেশ ছেড়েছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আবদুল হামিদের ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা ১৮ মিনিটে তুষার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টে আবদুল হামিদ কোন পরিস্থিতিতে দেশ ছেড়েছেন তা পরিষ্কার করেন। পোস্টে আবদুল হামিদ হুইলচেয়ারে বসে রয়েছেন এমন একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তুষার লিখেছেন, ‌‘এরকম একটা পোস্ট দিবার জন্য দুঃখিত। ৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কি না অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না, বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাঁড়িয়েছে। যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না। বাধ্য হয়েই লুঙ্গি পরে থাকতে হচ্ছে। যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য। যিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্যে বলেছেন যে, উনি আর পলিটিকসের সঙ্গে জড়িত হবেন না। তারপর পলিটিকসের সঙ্গে কোনোভাবে জড়িত হননি। আবার, যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে, সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন।’

তিনি আরও লেখেন, ‘অথচ এ ঘটনাকেই এত বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে যা কল্পনাতীত। বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক। সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন, ইনশাআল্লাহ।’

ফেসবুক পোস্টে উল্লেখ করেন রিয়াদ আহমেদ তুষার আরও উল্লেখ করেন, ‘আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর লানত আমার ওপর পড়ুক। আর যারা মিথ্যা প্রচার করছে, তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করে, তবে তাদের সবার ওপর আল্লাহর লানত পড়ুক। আমিন ইয়া রাব্বুল আলামিন’। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের প্রশংসায় আজারবাইজান,তীব্র আপত্তি ভারতের May 16, 2025
img
দুর্ঘটনার কবলে মদ-ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিয়ে গেল জনতা May 16, 2025
img
রিলিজ ক্লজ দিয়েই হুইসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল May 16, 2025
img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025
img
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন হার্শেল গিবস May 16, 2025