আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানিতে বড় ধরনের পরিবর্তন এনেছে আইসিসি। বাংলাদেশ গত দুই আসরে ১ লাখ মার্কিন ডলার করে পেলেও সপ্তম স্থানে থেকে এবার পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার বা ৮ কোটি ২০ লাখ টাকা।
ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কারের পরিমাণ ছিল ১৬ লাখ ডলার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ডলারে।
এবারের আসরের রানার্স আপ পাবে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নের চেয়ে বেশি অর্থ। গত দুই আসরে রানার্স আপ দল ৮ লাখ ডলার করে পেলেও এবার তারা পাবে ২১ লাখ ডলার।
এদিকে তৃতীয় স্থানে থেকে চক্র শেষ করা ভারত পাবে ১৪ লাখ ৪০ হাজার ডলার।
চতুর্থ স্থানে থেকে ১২ লাখ ডলার পাবে নিউজিল্যান্ড। এভাবেই ক্রমান্বয়ে নির্ধারণ করা হয়েছে প্রাইজ মানি। যেখানে আগে ষষ্ঠ ধেকে নবম স্থানে থাকা সবগুলো দলকেই দেওয়া হত সমান ১ লাখ ডলার করে।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে উঠে আসা দক্ষিণ আফ্রিকা।
ঐতিহ্যবাহী লর্ডসে ১১ জুন শুরু হবে ক্রিকেটের এই মর্যাদার লড়াই।
আরআর/এসএন