৭ মে সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডেতে ৯২ বলে সেঞ্চুরি করেছিলেন নুরুল হাসান সোহান। সেই একই দলের বিপক্ষে একই মাঠে ৪ দিনের ম্যাচে আজ সেঞ্চুরি করলেন তিনি ৭৪ বলে।
কিউই স্পিনার লেনক্সের পর পর দুই বলে চার ও ছক্কা মেরে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি করেন সোহান। তিন অংকে পৌছাতে ১১টি বাউন্ডারি ও ৫ ছক্কা মেরেছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ দিনের ম্যাচের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড দলকে ২৫৬ রানে গুটিয়ে দেবার পর নিজেরা ব্যাট করতে নামে বাংলাদেশ 'এ'। ৪২ রানের মধ্যে দুই ওপেনার এনামুল হক বিজয় (২৪) ও জাকির হাসান (১২) কে হারায় স্থানীয়রা। ভালো খেলার ইঙ্গিত দেয়া অমিত হাসান ১৮ রানে যখন আউট হন দলের সংগ্রহ ৭৫। কয়েক রানের মধ্যে মাহমুদুল হাসান জয় (২৫)কেও হারায় বাংলাদেশ। এরপর মাহিদুল ইসলাম অংকনের সাথে জুটি বাধেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন সোহান। অন্যপ্রান্তে অংকন খেলেছেন ধীরস্থির ভাবে। ৩৩তম বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন সোহান। পরবর্তী ফিফটি করেছেন তিনি ৪১ বলে।
তার মারমুখী ব্যাটিংয়ে ৪২.১ ওভারে দুশো রান হয় 'এ' দলের। ১২৭ রানের জুটি ভাঙে অংকন আউট হয়ে গেলে।
এর আগে সকালে নিউজিল্যান্ডের বাকি তিন উইকেট নেন খালেদ আহমেদ। তার বোলিং ফিগার দাড়িয়েছিল ২১.২-৬-৫৯-৬। জাতীয় 'এ' দলের হয়ে অভিষিক্ত পেসার এনামুল হক ৩২ রানে নেন ৩ উইকেট।
টিকে/টিএ