দিল্লির হয়ে আইপিএলে অন্তত দুই ম্যাচে খেলবেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কেটেছে। বিসিবি জানিয়েছে, জাতীয় দলের খেলা না থাকলে আইপিএলে অংশ নিতে পারবেন বাঁহাতি এই পেসার। ফলে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক পর্বের শেষ দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে।

এর আগে বুধবার দিল্লি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিলে বিসিবি প্রথমে জানায়, তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবে পরে দিল্লি আনুষ্ঠানিকভাবে অনুমতির প্রক্রিয়া শুরু করে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বলেন, 'জাতীয় দলের বাইরে থাকা সময়ে সে আইপিএলে খেলতে পারবে। আমরা তাতে বাধা দেব না।'

দিল্লির প্রাথমিক পর্বে বাকি তিনটি ম্যাচ: ১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি ম্যাচ থাকায়, ১৮ তারিখের ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন না। তবে পরের দুই ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে।

প্লে-অফে উঠলে মুস্তাফিজকে পাওয়া নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হতে পারে, কারণ তখন পাকিস্তান সফরের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সফরটি হলেও সেখানে যেতে কোনো ক্রিকেটারকে জোর করা হবে না, জানিয়েছেন বিসিবি পরিচালক।

জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি, যা আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। তবে নিয়ম অনুযায়ী, তিনি ম্যাচসংখ্যার ভিত্তিতে বেতন পাবেন।
এর আগে দুই মৌসুম দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার নতুন করে সুযোগ পেলেন পুরনো দলে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের প্রশংসায় আজারবাইজান,তীব্র আপত্তি ভারতের May 16, 2025
img
দুর্ঘটনার কবলে মদ-ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিয়ে গেল জনতা May 16, 2025
img
রিলিজ ক্লজ দিয়েই হুইসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল May 16, 2025
img
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের May 16, 2025
img
২০ হাজার টাকা ভাড়ায় ভুয়া ওসি সেজে মির্জাপুরে গ্রেফতার May 16, 2025
img
জেট ফুয়েলের মূল্য হ্রাসে যাত্রী ভাড়া কমাতে বেবিচক চেয়ারম্যানের আহ্বান, সম্মত এয়ারলাইন্সগুলো May 16, 2025
img
মনোনয়নপত্র তোলা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ May 16, 2025
img
পিএসএলে দল পেয়ে যা বললেন সাকিব আল হাসান May 16, 2025
img
রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ‘বাস্তব সহযোগিতা’ বাড়াতে প্রস্তুত চীন May 16, 2025
img
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন হার্শেল গিবস May 16, 2025