ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশি মদ-ভর্তি একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়লে ছয়জন পথচারী আহত হন। পরে জনতা প্রাইভেটকার ধাওয়া দিলে গাড়িটি ফের দুর্ঘটনার শিকার হয়।
এ সময় চালক পালিয়ে গেলে উপস্থিত জনতা গাড়ির ভেতরে থাকা মদের বোতল কাড়াকাড়ি করে নিয়ে যায়। হাতে হাতে মদের বোতল নিয়ে বাড়ি ফেরেন তারা।বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সবজি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোণার দুর্গাপুর থেকে মদ নিয়ে প্রাইভেটকারটি ভালুকার দিকে যাচ্ছিল। ঈশ্বরগঞ্জে পৌঁছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ছয়জন আহত হন। পরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মার্কাজ মসজিদের কাছে গাড়িটি একটি পিলারে ধাক্কা খেয়ে থেমে যায়। চালক পালিয়ে গেলে অনেকে গাড়ির ভেতরের মদের বোতল লুটে নেয়।
খবর পেয়ে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আরও ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা, চালক রোকনুজ্জামান (২১) মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, প্রাইভেটকারে থাকা মদের বোতল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান।
এমআর