টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 'কালিদাসের সন্দেশ' পেল জিআই সনদ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কির ঐতিহ্যবাহী ‘কালিদাসের সন্দেশ’ সম্প্রতি পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) সনদ। শত বছরের পুরনো এই মিষ্টির স্বীকৃতি পেয়ে আনন্দিত পুরো টাঙ্গাইলবাসী। জিআই স্বীকৃতির মাধ্যমে সন্দেশটি এখন বাংলাদেশের একটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ঐতিহ্যবাহী পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো।


বুধবার (১৫ মে) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের হাত থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এই জিআই সনদ গ্রহণ করেন। স্থানীয় ঐতিহ্য, গুণগত মান ও সুস্বাদুর জন্য সন্দেশটি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তা পেয়েছে, যা সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন আরও গর্বিত টাঙ্গাইলবাসী।


জামুর্কির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত 'কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার'-এ শতবর্ষ ধরে তৈরি হয়ে আসছে এই সুস্বাদু সন্দেশ। দোকানের প্রতিষ্ঠাতা কালিদাস সাহা প্রথাগত পদ্ধতিতে দুধ, চিনি ও পাটালি গুড় ব্যবহার করে তৈরি করতেন এই মিষ্টি। এখন তার পরিবার—ছেলে ও ভাগ্নেরা—তাঁর দেখানো পথেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

দোকানের বর্তমান মালিক সমর চন্দ্র সাহা বলেন, “আমাদের সন্দেশ ভালো হওয়ার কারণ হলো আমরা কেবল উৎকৃষ্ট মানের দেশি গরুর দুধ ব্যবহার করি। কোনোভাবেই ভেজাল ছানা বা বাজারের দুধ ব্যবহার করি না। প্রতিটি সন্দেশ যত্ন নিয়ে তৈরি করি, যাতে গুণগত মান অটুট থাকে।” তিনি আরও জানান, তারা কোনো দোকানে সরবরাহ না করে শুধু নিজের দোকান থেকেই বিক্রি করেন, যাতে মানের হেরফের না ঘটে।

সন্দেশ তৈরির কারিগররা জানান, উৎকৃষ্ট দেশি গরুর দুধ সংগ্রহ করে তিন ঘণ্টা ধরে জ্বাল দিয়ে নানা ধাপে তৈরি করা হয় এই সন্দেশ। এতে চিনি, পাটালি গুড় ও এলাচের সঠিক মিশ্রণে সৃষ্টি হয় এক অনন্য স্বাদ ও সুগন্ধ।

ক্রেতারা বলছেন, কালিদাসের সন্দেশ খেলে মুখে তার স্বাদ লেগে থাকে। নিয়মিত যাত্রাবিরতি দিয়ে অনেকেই এই দোকানে এসে সন্দেশ কিনে নিয়ে যান। একজন ক্রেতা আমিনুল ইসলাম বলেন, “নরসিংদী থেকে ফেরার পথে প্রায়ই কালিদাসের সন্দেশ নিয়ে যাই। আমার সন্তানরা এটি খুব পছন্দ করে।”

জেলা প্রশাসক শরীফা হক বলেন, “ঈদ, পূজা, বিয়ে ও বিভিন্ন উৎসবে এই সন্দেশ অন্যতম উপাদান হয়ে ওঠে। বিদেশি অনেক অতিথিও এই মিষ্টির স্বাদে মুগ্ধ হয়েছেন। প্রতিদিন দোকানটিতে গড়ে লক্ষাধিক টাকার বেচাকেনা হয়। জিআই স্বীকৃতির ফলে স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।”

টাঙ্গাইলের ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এই উদ্যোগ ভবিষ্যতে আরও স্থানীয় পণ্যের স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন লক্ষ্য, এই স্বাদ ও গুণমান যুগের পর যুগ ধরে ধরে রাখা।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
বিপ্লব সব সময় বিপ্লবীদের খেয়ে ফেলে : গোলাম মাওলা রনি Jul 02, 2025
img
আদানির পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ Jul 02, 2025
img
কোটা সংস্কার থেকে গণবিপ্লব, এক বছরের মাথায় ফিরে দেখা সেই ২ জুলাই Jul 02, 2025
সুস্থ জীবনের জন্য সুন্নত | ইসলামিক টিপস Jul 02, 2025
১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার Jul 02, 2025
img
ট্রাম্প-মাস্ক সম্পর্কের ভাঙন! Jul 02, 2025
img
লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে নতুন নিবন্ধন শুরু Jul 02, 2025
img
অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে ৪ বিদেশি জাহাজ Jul 02, 2025
তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে Jul 02, 2025
img
অ্যাকশন বনাম কমেডি: বলিউডের বছর শেষের বড় লড়াই Jul 02, 2025
img
বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jul 02, 2025
img
নেতানিয়াহুর দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির Jul 02, 2025
img
বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Jul 02, 2025
img
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র দাখিল আজ Jul 02, 2025
img
ঢাকায় দায়িত্ব নিলেন সৌদির নতুন রাষ্ট্রদূত জাফর আবিয়াহ Jul 02, 2025
img
সমুদ্রগামী জাহাজ মালিকের দেশের তালিকায় ৩৫তম স্থানে বাংলাদেশ Jul 02, 2025
img
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা Jul 02, 2025
img
নতুন গানের খবর দিয়ে কথা রাখলেন কনা Jul 02, 2025
img
ক্লাব বিশ্বকাপের শেষ আটে কে কার মুখোমুখি Jul 02, 2025
img
ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫০ এজেন্ট আটক Jul 02, 2025