কক্সবাজার টেকনাফ সীমান্ত এলাকা থেকে আটক বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা ধ্বংস করেছে কোস্ট গার্ড। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে টেকনাফ বিসিজি স্টেশনে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন হারুন-অর-রশীদ বলেন, সীমান্ত এলাকা থেকে আটক হওয়া বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা ধ্বংস করেছে কোস্ট গার্ড। এসব ইয়াবা ও গাঁজা গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল থেকে কোস্ট গার্ডের একক এবং র্যাবের সমন্বয়ে ১২টি মাদক বিরোধী অভিযানে সর্বমোট ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৯ লাখ ৬ হাজার ৪৭০ ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে এসব মাদক ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরআর/টিএ