আমিরাতের মসজিদে ট্রাম্প, বন্ধ রাখা হয় মুসল্লিদের প্রবেশ

সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) তিনি এ মসজিদটিতে যাওয়ায় সেখানে মুসল্লিদের প্রবেশ বন্ধ রাখা হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প গতকালই প্রথমবার কোনো মসজিদে গিয়েছিলেন।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এটির সাদা মার্বেলের গম্বুজ ইতালিয়ান মার্বেলের তৈরি মেঁঝের জন্য বিখ্যাত। এগুলোতে বিভিন্ন ফুলের ডিজাইন রয়েছে।

ট্রাম্পের পরিদর্শনের জন্য গতকাল সারাদিন মসজিদটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ট্রাম্প জুতা খুলে মসজিদে প্রবেশ করেন। এ সময় সেখানে তার সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান।
ট্রাম্প মসজিদটির ডিজাইনের প্রসংশা করে বলেন, “এটি সুন্দর নয় কি? অসাধারণ সুন্দর।” তার সম্মানে মসজিদটি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “প্রথমবারের মতো তারা একদিনের জন্য মসজিদটি বন্ধ রেখেছিল। এটি কি সত্যি? তারা প্রথমবার মসজিদটি বন্ধ করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সম্মান। আমি মনে করি, আমার চেয়ে এটি পুরো দেশের (যুক্তরাষ্ট্রের) জন্য একটি সম্মান। এটি অসাধারণ সম্মান।”

গত ১৩ মে মধ্যপ্রাচ্য সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি নিজ দেশে ফিরে গেছেন। এ সময়ের মধ্যে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতে যান তিনি। ট্রাম্পের সঙ্গে আমিরাতের সম্পর্কটা আলাদা। কারণ তার কথায় ২০২০ সালে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দেশটি।

এদিকে ২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের একটি মসজিদে গিয়েছিলেন। ওই সময় ট্রাম্প এটির সমালোচনা করে বলেছিলেন, “সম্ভবত ওবামা মসজিদে ভালো অনুভব করেন। তিনি চাইলে অন্যান্য অনেক জায়গায় যেতে পারতেন। কিন্তু তিনি বেঁছে নিয়েছেন মসজিদকে।” ট্রাম্প ওই বছর কোনো প্রমাণ ছাড়া দাবি করেছিলেন, যত উগ্রবাদী চিন্তাভাবনা দেখা যায় তার সব মসজিদ থেকে আসে। কিন্তু পরবর্তীতে মুসলিমদের নিয়ে তার অবস্থানের পরিবর্তন হয়। এ বছরে রমজানে এক ইফতার পার্টিতে তিনি বলেছিলেন, নির্বাচনের সময় মুসলিমরা তার পাশে ছিলেন। তিনিও তাদের পাশে থাকবেন।

মার্কিন প্রেসিডেন্টরা চার্চে গেলেও তাদের মসজিদে যেতে দেখা যায় না। ১৯৫৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট আইসেনহোয়ার ওয়াশিংটন ডিসি মসজিদের উদ্বোধন করেছিলেন। এরপর ২০১১ সালের ৯/১১ এর পর একই মসজিদে বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এফপি /টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিয়ে বাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সমালোচনার ঝড়, কী বললেন নওয়াজউদ্দিন? May 17, 2025
img
ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম May 17, 2025
img
'জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে' May 17, 2025
img
বিয়ের পরদিনই স্বামীর বাড়ি লুট করে পালাল নববধূ May 17, 2025
img
রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে জাতীয় যুবশক্তি: সারজিস May 17, 2025
img
৮১০ কোটি টাকায় হুইসেনকে কিনতে রাজি রিয়াল মাদ্রিদ May 17, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা May 17, 2025
img
চাঁদে পা রাখা প্রথম ব্রিটিশ নারী হতে পারেন রোজমেরি May 17, 2025
img
ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন কোচ বাটলার May 17, 2025
img
বিমান ওঠা-নামার সময় কেন সিট সোজা রাখতে বলেন কেবিন ক্রুরা? May 17, 2025