সিন্ধু নদী নিয়ে নতুন প্রকল্পে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নতুন পদক্ষেপ

পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলের নদী থেকে ভারত নাটকীয়ভাবে পানি তুলে নেয়ার পরিকল্পনা করছে। মূলত গত এপ্রিল মাসে পহেলগামে বন্দুক হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি এমন পরিকল্পনা সাজিয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এ তথ্য জানিয়েছে। 

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে দুই দেশের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটলেও নয়াদিল্লি কখনও সিন্ধু চুক্তি নিয়ে হস্তক্ষেপ করেনি। তবে পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধ হিসেবে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত। যদিও ইসলামাবাদ ওই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। পহেলগামের ঘটনা নিয়ে দুই দেশ সংঘাতে জড়ালে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সিন্ধু চুক্তি স্থগিতের বিষয়ে কোনো সুরাহা হয়নি।

২২ এপ্রিল হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেনাব, ঝিলাম এবং সিন্ধু নদী নিয়ে নতুন যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রয়টার্সকে ছয়জন ব্যক্তি জানিয়েছেন, এই তিনটি নদীর পানি পাকিস্তান ব্যবহার করে।

আলোচনায় থাকা প্রধান পরিকল্পনার একটি হলো, চেনাব নদীর সঙ্গে মিলিত রণবীর খালের দৈর্ঘ্য দ্বিগুণ করে ১২০ কিলোমিটার পর্যন্ত লম্বা করা। এই খালটি ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের কৃষিপ্রধান রাজ্য পাঞ্জাবে পৌঁছেছে। দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এই খালটি উনিশ শতকে তৈরি করা হয়েছে। যা সিন্ধু চুক্তির অনেক আগে।

চুক্তি অনুযায়ী বর্তমানে চেনাব নদী থেকে সেচ কাজের জন্য সামান্য পানি নিয়ে থাকে ভারত। যদি খাল খনন সম্প্রসারণ করা হয় তাহলে প্রতি সেকেন্ডে সেখানে ১৫০ কিউবিক মিটার পানি প্রবেশ করবে। যা বর্তমানে ৪০ কিউবিক মিটারের কিছু বেশি। চারটি সূত্র এ তথ্য জানিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, রণবীর খাল সম্প্রসারণে সরকারি পরিকল্পনা এর আগে কখনও প্রকাশিত হয়নি। যা গত মাস থেকে শুরু হয়েছে এবং যুদ্ধবিরতির পরও তা চলছে।

এ বিষয়ে ভারতের পানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোদির দপ্তর কোনো উত্তর দেয়নি। এমনকি সিন্ধু নদীর একাধিক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় জলবিদ্যুৎ জায়ান্ট এনএইচপিসিও ইমেইল বার্তায় পাঠানো প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

গত সপ্তাহে মোদি তার ভাষণে বলেন, পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। যদিও তিনি ওই ভাষণে সিন্ধু নদীর কথা উল্লেখ করেননি। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীল জয়সওয়াল সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকায় পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধে শক্ত পদক্ষেপ না নেয়া পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।

ভারতের এমন পরিকল্পনার বিষয়ে পাকিস্তানের পানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার এই সপ্তাহে সংসদে বলেছেন, সরকার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়েছে যেখানে চুক্তি স্থগিত রাখাকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে এবং ইসলামাবাদ এই চুক্তির পক্ষে রয়েছে বলে জানানো হয়েছে।  

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু Jul 01, 2025
img
স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা Jul 01, 2025
img
আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস Jul 01, 2025
img
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান Jul 01, 2025
img
সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মব হয়েছে : মোশাররফ আহমেদ Jul 01, 2025
img
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার, হাসপাতালে ২১৭ জন ভর্তি Jul 01, 2025
img
শিক্ষার্থীরা আন্দোলন করে মুক্তির স্বাদ দিয়েছে, জুলাই ক্যালেন্ডার উদ্বোধনে প্রধান উপদেষ্টা Jul 01, 2025
বিসিবি ছাড়ছেন সামি, জানালেন কারণ Jul 01, 2025
img
আসিফ মাহমুদের বিচার করা উচিত : নিলুফার মনি Jul 01, 2025
img
দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 01, 2025
img
ঢাকায় এবার বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় এফওসি বৈঠক Jul 01, 2025
img
জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম Jul 01, 2025
img
আসন্ন বিপিএল শুরু হচ্ছে কবে, জানাল বিসিবি Jul 01, 2025
img
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Jul 01, 2025
img
১ কোটি ৪০ লাখের বেশি মানুষের ২০৩০ সালের মধ্যে অকাল মৃত্যু ঘটতে পারে Jul 01, 2025
img
ঐক্যের কোনো লক্ষণ নেই, বিভাজন আরো বাড়ছে : জিল্লুর রহমান Jul 01, 2025
img
জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা Jul 01, 2025
তাহাজ্জুদ পড়লে কি জ্বিনে ধরে? | ইসলামিক জ্ঞান Jul 01, 2025
img
ম্যানসিটিকে হারিয়ে শেষ আটে নেইমারের সাবেক ক্লাব আল হিলাল Jul 01, 2025
img
শত্রু রাষ্ট্রকে সহযোগিতায় মৃত্যুদণ্ডের আইন পাস করল ইরান Jul 01, 2025