জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এ দেশের সকল শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না, এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ। 

আরএম   

Share this news on:

সর্বশেষ

img
সাইফ-টাবুর বিরুদ্ধে উচ্চ আদালতে রাজস্থান সরকার May 17, 2025
img
রাজনৈতিক মিত্র হলেও ব্যক্তিস্বার্থে ব্যস্ত থাকলে সমালোচনা হবে: জোনায়েদ সাকি May 17, 2025
img
নতুন কর্মসূচির ঘোষণা দিল পলিটেকনিক শিক্ষার্থীরা May 17, 2025
img
যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের সাজা May 17, 2025
img
দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ সড়ক May 17, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোড এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক May 17, 2025
img
প্রতিদিন বিছানায় শুয়ে কেঁদেছি : মাহিরা খান May 17, 2025
img
সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগান পণ্য নিয়ে পাঁচ ট্রাক ভারতে পৌঁছালো May 17, 2025
img
আবারও বিসিবিতে দুদকের অভিযান May 17, 2025
img
৫ রিপাবলিকান আটকে দিলেন ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব May 17, 2025