অভিনয়ের চেয়ে ভূমির ঠোঁট নিয়েই বেশি আলোচনা!

ভূমির কাজের থেকে ঠোঁট নিয়ে বেশি আলোচনা। সম্প্রতি তার নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পেয়েছে। যা সেভাবে দর্শকের মনে ধরেনি। তবে তার মধ্যেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সিরিজের অভিনেতা ঈশান খট্টর। কিন্তু ভূমির অভিনয় একেবারেই দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি বলে দাবি নেটিজেনদের। উলটে তার ঠোঁট নিয়েই বরং চর্চায় মেতেছেন সকলে।

তবে এই প্রথম নয়, এর আগেও ভূমি বিভিন্ন সময়ে তার মুখে অস্ত্রোপচারের জন্য নানা কুমন্তব্যের শিকার হয়েছেন। সেই সময় মুখও খুলেছেন অভিনেত্রী। কাজের থেকে চেহারা নিয়ে বেশি কথা হওয়ায় বেশ চটেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘আমাকে এক ব্যক্তি একবার সরাসরি জিজ্ঞেস করেছিলেন তোমার ঠোঁট এত বড় কেন? আমি বুঝতে পারি না মানুষের সবকিছু নিয়ে এত অসুবিধা কেন? এইরকম ঠোঁট পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে। তাই নিজের মতো বাঁচো। এসব কিছুকে একেবারেই পাত্তা দিও না।’

নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’-এ প্রথম জুটি বাঁধলেন ভূমি ও ঈশান। আর পর্দায় তাদের রসায়ন দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। তবে সেই রসায়ন একেবারেই জমেনি। আশাহত হয়েছেন দর্শক। আর তার জেরেই কি ভূমির দিকে ধেয়ে এল তার ঠোঁট নিয়ে মন্তব্য? নেটিজেনরা বলেছেন, এই সিরিজে ভূমির থেকেও বেশি নজর গিয়েছে তার ঠোঁটের দিকে।

কারণ ভূমির ঠোঁট দেখে তাদের মনে হয়েছে অভিনেত্রীর থেকে বেশি অভিনয় সারা পর্দাজুড়ে করেছে তার ঠোঁট। ঈশান ও ভূমি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফতেহি, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান প্রমুখ।

আরএম

Share this news on: